AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Hockey World Cup: যুব বিশ্বকাপে ভারতের নেতা বিবেক

জুনিয়র বিশ্বকাপের দিকে তাকিয়ে গত দেড় বছর ধরেই ট্রেনিং করেছেন বিবেক-সঞ্জয়রা। সিনিয়র টিমের দায়িত্ব সামলানো গ্রাহাম রিডই এই টুর্নামেন্টে কোচিংয়ের দায়িত্বে থাকবেন।

Junior Hockey World Cup: যুব বিশ্বকাপে ভারতের নেতা বিবেক
Junior Hockey World Cup: যুব বিশ্বকাপে ভারতের নেতা বিবেক
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 4:56 PM
Share

ভুবনেশ্বর: জুনিয়র বিশ্বকাপে (Junior Hockey World Cup) ভারতকে নেতৃত্ব দেবেন বিবেক সাগর প্রসাদ (Vivek Sagar Prasad )। মাস কয়েক আগেই টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় হকি টিম। সিনিয়র টিমের সদস্য ছিলেন বিবেক। সহকারী অধিনায়ক সঞ্জয়। জুনিয়র বিশ্বকাপের জন্য ১৮ জনের টিম বেছে নিল হকি ইন্ডিয়া। ২৪ নভেম্বর থেকে ১৬টা দেশকে শুরু হবে টুর্নামেন্ট। কোভিডের কারণে দর্শকহীন থাকবে গ্যালারি।

জুনিয়র বিশ্বকাপের দিকে তাকিয়ে গত দেড় বছর ধরেই ট্রেনিং করেছেন বিবেক-সঞ্জয়রা। সিনিয়র টিমের দায়িত্ব সামলানো গ্রাহাম রিডই এই টুর্নামেন্টে কোচিংয়ের দায়িত্বে থাকবেন। তরুণ প্রজন্মের অনেক প্লেয়ারকেই সিনিয়র টিমে জায়গা দিয়েছেন রিড। তাঁরা নিজেদের সেরাটাও দিয়েছেন। বিবেকরা যার উজ্জ্বল উদাহরণ। আর সেই কারণেই জুনিয়র বিশ্বকাপে যুব টিমের দায়িত্বও নিয়েছেন তিনি।

গ্রাম রিড বলেওছেন, ‘যুব বিশ্বকাপের জন্য ১৮ জন বেছে নেওয়া খুব কঠিন ছিল। গত দেড় বছর ধরে ওরা প্রচুর খেটেছে টিমে সুযোগ পাওয়ার জন্য। প্রচুর প্রতিভাবান প্লেয়ার। প্রত্যেকেরই ভবিষ্যৎ উজ্জ্বল। তার মধ্যে থেকে সেরা ১৮জনকে বাছা হয়েছে। এমন একটা টিম তৈরি করা হয়েছে, যাতে ভারসাম্য থাকে। যাতে টিমের বাঁধন ও একে অপরের প্রতি আস্থাটাও থাকে। আশ করি এই ভারতকে সাফল্য দেবে।’

২৪ নভেম্বর ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। পরদিন কানাডার বিরুদ্ধে খেলা। ২৭ নভেম্বর প্রতিপক্ষ পোল্যান্ড। রাউন্ড রবিন লিগের পর নট আউট পর্যায়। আর্জেন্টিনা, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেনের পাশাপাশি পাকিস্তানও খেলবে যুব বিশ্বকাপে। সাম্প্রতিক কালে হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ হয়নি। নক আউট পর্যায়ে দুই টিমের দেখা হতে পারে।

ভারতের পুরো টিম: বিবেক সাগর প্রসাদ, সারদানন্দ তিওয়ারি, প্রশান্ত চৌহান, সঞ্জয়, সুদীপ চিরমাকো, রাহুল কুমার রাজভার, মনিন্দর সিং, পবন, বিষ্ণুকান্ত সিং, অঙ্কিত পাল, উত্তম সিং, সুনীল জোজো, মনজিৎ, রবিচন্দ্র সিং মোইরাংথেম, অভিষেক লাকরা, যশদীপ সিওয়াচ, গুরমুখ সিং, অরিজিৎ সিং হান্ডাল।