AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wimbledon 2023: মা হওয়ার পর কোর্টে ফিরেই চমক, ইগাকে হারিয়ে সেমিফাইনালে এলিনা সিতোলিনা

Elina Svitolina: এ বারের উইম্বলডনের শীর্ষবাছাই ইগা স্বোয়াতেককে হারিয়ে বড় সড় অঘটন ঘটালেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনা।

Wimbledon 2023: মা হওয়ার পর কোর্টে ফিরেই চমক, ইগাকে হারিয়ে সেমিফাইনালে এলিনা সিতোলিনা
মা হওয়ার পর কোর্টে ফিরেই চমক, ইগাকে হারিয়ে সেমিফাইনালে এলিনা সিতোলিনাImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 3:01 PM
Share

উইম্বলডন: বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম, উইম্বলডনে (Wimbledon 2023) খেলার জন্য ওয়াইল্ড কার্ডে এন্ট্রি পেয়েছিলেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনা (Elina Svitolina)। সেই এলিনাই এ বার ঘাসের কোর্টে বড় সড় অঘটন ঘটালেন। এ বারের উইম্বলডনের শীর্ষবাছাই ইগা স্বোয়াতেককে (Iga Swiatek) হারিয়ে দিয়েছেন এলিনা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কোর্টে ফিরেই অনবদ্য ফর্মে এলিনা। দুরন্ত ছন্দে থাকা পোলিশ সুপারস্টার ইগাকে যে তিনি হারিয়েছেন, তা এলিনার বিশ্বাসই হচ্ছে না। উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে এলিনা ৭-৫, ৬-৭ (৫), ৬-২ ব্যবধানে হারিয়েছেন ইগা স্বোয়াতেককে। আগামী কাল সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভার বিরুদ্ধে নামবেন এলিনা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল এলিনার বিরুদ্ধে শুরুটা ভালো করেছিলেন ইগা। এক সময় প্রথম সেটে ইগা ৫-৩ এগিয়ে ছিলেন। কিন্ত ছাড়ার পাত্রী ছিলেন না এলিনাও। ফলে পাল্টা দেন তিনি। এরপর প্রথম সেট ৭-৫ জিতে নেন এলিনা। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবং এই সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও ইগা হারান এলিনাকে। কিন্তু তৃতীয় সেটে কোনও ভুল করেননি এলিনা। এবং যার ফলে তৃতীয় সেটের ফল যায় ৬-২ তাঁর পক্ষে।

২০২২ সালের অক্টোবরে কন্যাসন্তানের জন্ম দেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনা। তারপর চলতি বছরের অক্টোবরে তিনি কোর্টে ফেরেন। এ বার তিনি উইম্বলডনে সকলকে চমকে দিচ্ছেন। এলিনা সিতোলিনা এ বারের উইম্বলডনের প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকেও হারিয়েছিলেন। রাউন্ড অব সিক্সটিনে তিনি ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারান।

এর আগে ২০১৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন এলিনা সিতোলিনা। মা হওয়ার পর বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন এলিনা। শেষ চারে উঠে এলিনা তাঁর সকল সমর্থকদের ধন্যবাদ জানান। এ বার দেখার সেমির কাঁটা পেরিয়ে তিনি ফাইনালে যেতে পারেন কিনা।