AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে বিন্দুমাত্র হতাশ নন নীরজ, জানালেন পরবর্তী লক্ষ্য

Diamond League: চলতি সেপ্টেম্বরের ১৭ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনাল। দোহা ও লসেন পর্বে জিতেছিলেন নীরজ। জুরিখে অবশ্য দ্বিতীয় স্থানে শেষ করলেন।

Neeraj Chopra: জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে বিন্দুমাত্র হতাশ নন নীরজ, জানালেন পরবর্তী লক্ষ্য
জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে বিন্দুমাত্র হতাশ নন নীরজ, জানালেন পরবর্তী লক্ষ্যImage Credit: AFP
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 3:21 PM
Share

জুরিখ: ব্যাক টু ব্যাক ইভেন্ট থাকলে শারীরিক ধকল হওয়াটা যে কোনও অ্যাথলিটের ক্ষেত্রে স্বাভাবিক। জুরিখ ডায়মন্ড লিগে ঠিক সেটাই হয়েছে নীরজ চোপড়ার (Neeraj Chopra) সঙ্গে। বিশ্ব মিটে সদ্য সোনা জিতেছেন ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া। তবে তাঁর এখন দম ফেলার ফুরসত নেই। তাই ফের নেমে পড়েছেন ট্র্যাকে। জুরিখের লেটজিগ্রুন্ড স্টেডিয়ামে চলছে ডায়মন্ড লিগ (Diamond League)। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সদ্য সোনাজয়ী নীরজ ডায়মন্ড লিগের জুরিখ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ষষ্ঠ প্রয়াসে ৮৫.৭১ মিটারে শেষ করেন নীরজ। অন্যদিকে ৮৫.৮৬ মিটার জ্যাভলিন থ্রো করে প্রথম স্থান দখল করেছেন জ্যাকুব ভাদলেচ। নীরজ ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতে ইতিহাস গড়েছিলেন। এ বারও ডায়মন্ড লিগ ফাইনাল নিশ্চিত করেছেন নীরজ। জুরিখ পর্বে দ্বিতীয় হলেও বিন্দুমাত্র হতাশ নন নীরজ। তাই ইভেন্টের পর জানিয়েছেন, যা পারফর্ম করেছেন তাতে খুশি। আর কী বললেন নীরজ, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বুদাপেস্ট বিশ্ব মিটে সোনা জেতার পর কিছুটা ক্লান্ত ছিলেন নীরজ। তারপরও নেমেছিলেন জুরিখ ডায়মন্ড লিগে। সেখানে দ্বিতীয় হওয়ার পর নীরজ বলেন, ‘আমার ভালোই লাগছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সকলে খানিকটা ক্লান্ত। বুদাপেস্টে আমরা সকলে নিজেদের ১০০ শতাংশ দিয়ে পারফর্ম করেছিলাম। এই প্রতিযোগিতায় অবশ্য আমার ফোকাস ছিল সুস্থ থাকা। এ বার আমাদের লক্ষ্য ইউজিন ডায়মন্ড লিগ। তারপর রয়েছে এশিয়ান গেমস।’

নীরজ চোপড়া চলতি মরসুমে জুরিখ ডায়মন্ড লিগের আগে অবধি অপরাজিত ছিলেন। ডায়মন্ড লিগে দোহা, লসেন ও ইউজিন পর্বের শেষে নীরজের পয়েন্ট ২৩। অন্যদিকে জ্যাকুব ভাদলেচের পয়েন্ট ২৯ এবং জুলিয়ান ওয়েবারের পয়েন্ট ২৫। নীরজ ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে নামার আগে প্রতিযোগিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। কারণ তিনি মোনাকো ডায়মন্ড লিগে অংশ নিতে পারেননি।

চলতি সেপ্টেম্বরের ১৭ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনাল। দোহা ও লসেন পর্বে জিতেছিলেন নীরজ। জুরিখে অবশ্য দ্বিতীয় স্থানে শেষ করলেন। এ বার ইউজিনে ডায়মন্ড লিগের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দ্বিতীয় হিরে জিততে পারেন কিনা তারই অপেক্ষা।