AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Babuta: চারের গেরোয় অর্জুন, শুরু থেকে দুর্দান্ত লড়াইয়েও পদক হাতছাড়া

Paris Olympics 2024: 'ডেঞ্জার জোন' শুরু পরের শটেই। ১২ শটের পর ছিটকে যান আর্জেন্টিনার মার্সেলো গুতিরেজ। ১২৬.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখেন অর্জুন। ১৩ নম্বর শটে ৯.৯ মারেন অর্জুন। সেখানেই চাপ তৈরি হয়। যদিও দ্বিতীয় স্থান ধরে রাখেন ১৩৬.৩ পয়েন্ট নিয়ে। ১৪ শটের পর ১৪৬.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই ছিলেন অর্জুন।

Arjun Babuta: চারের গেরোয় অর্জুন, শুরু থেকে দুর্দান্ত লড়াইয়েও পদক হাতছাড়া
Image Credit: AFP
| Updated on: Jul 29, 2024 | 4:03 PM
Share

পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল। আরও একটা পদকের প্রত্যাশা। অর্জুনের লক্ষ্যভেদের অপেক্ষা দেশবাসীর। প্যারিসে এখনও অবধি একটিই পদক এসেছে। সেটাও শুটিং থেকেই। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক এনেছেন মনু ভাকের। মিক্সড টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদকের ম্যাচে যোগ্যতা অর্জন করেছেন। এ দিন নজর ছিল অর্জুন বাবুতার দিকে। অলিম্পিকে ভারতের চার নম্বরের অনেক হতাশা রয়েছে। সেই তালিকায় নাম জুড়ল অর্জুন বাবুতারও। শুরু থেকে দুর্দান্ত। ২-৩ নম্বরেই ওঠা নামা করেন। শেষ মুহূর্তে চাপ নিতে পারলেন না। ফলে পদক হাতছাড়া।

ফাইনালে পাঁচ শটের প্রথম সিরিজের পর ভারতের অর্জুন বাবুতা ৫২.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন। প্যারিসেই অলিম্পিক অভিষেক। ফাইনালের যোগ্যতা অর্জন করে প্রত্যাশা বাড়িয়েছিলেন। দ্বিতীয় পাঁচ শটের সিরিজের পর ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যান। যদিও দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার প্রতিপক্ষর থেকে মাত্র ০.১ পয়েন্টে পিছিয়ে ছিলেন। আসল লড়াই শুরু হয় নকআউট পর্ব। ১২ নম্বর শটের পর থেকে এলিমিনেশন শুরু। ১১ নম্বর শটের পর ১১৫.৬ পয়েন্ট নিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে আসেন অর্জুন বাবুতা।

‘ডেঞ্জার জোন’ শুরু পরের শটেই। ১২ শটের পর ছিটকে যান আর্জেন্টিনার মার্সেলো গুতিরেজ। ১২৬.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখেন অর্জুন। ১৩ নম্বর শটে ৯.৯ মারেন অর্জুন। সেখানেই চাপ তৈরি হয়। যদিও দ্বিতীয় স্থান ধরে রাখেন ১৩৬.৩ পয়েন্ট নিয়ে। ১৪ শটের পর ১৪৬.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই অর্জুন। শীর্ষে থাকা চিনের প্রতিপক্ষর সঙ্গে ২.২ পয়েন্টের অনেকটা গ্য়াপ ছিল। ১৫ নম্বর শটের ১০.২ মারেন অর্জুন। তাতেও অবশ্য গ্যাপ কমেনি। বরং ১৫৭.১ পয়েন্টে তৃতীয় স্থানে পিছিয়ে যান অর্জুন। ১৬ নম্বর শটের পরই দুর্দান্ত কামব্যাক। ১৬৭.৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অর্জুন।

ক্রমশ স্নায়ুর চাপ বাড়তে থাকে। এলিমিনেশন-পদকের দিকে যাওয়া। এমন পরিস্থিতি হওয়াই স্বাভাবিক। ১৬ শটের পর বাকি পাঁচ শুটারের লড়াই। ১৭ নম্বর শটে ১০.৫ মারেন অর্জুন। দুর্দান্ত শট। ১৭৮.৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অর্জুন। ১৮ নম্বর শটের পর প্রতিযোগী হয়ে দাঁড়ায় চার জন। অর্জুন বাবুতা ১৮৮.৪ পয়েন্ট নিয়ে চারে নেমে যান অর্জুন। শুরু থেকে দুর্দান্ত লড়াই করা অর্জুন বিপজ্জনক জায়গায়। ১৯ নম্বর শটের ১৯৮.৯ পয়েন্ট নিয়ে চারেই থাকেন। অর্জুনের কাছে শেষ সুযোগ হয়ে দাঁড়ায় ২০ নম্বর শট। এই শটের উপরই নির্ভর করছিল তাঁর পদক। কিন্তু ৯.৫ মারতে পারেন। শেষ সুযোগও শেষ। ২০৮.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই বিদায় নিতে হয়।