Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতকে পদক জেতাবেন কারা? রইল ১১৭ জন অ্যাথলিটের পূর্ণ তালিকা

গ্রেটেস্ট শো অন দা আর্থ চলাকালীন বিশেষ নজর থাকবে নীরজ চোপড়ার দিকে। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো থেকে সোনার পদক জিতেছিলেন নীরজ। এ বার পানিপতের ছেলে সেই সোনা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগে এক ঝলকে এই প্রতিবেদনে জেনে নিন প্যারিস গামী ১১৭ জন ভারতীয় অ্যাথলিটের তালিকা---

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতকে পদক জেতাবেন কারা? রইল ১১৭ জন অ্যাথলিটের পূর্ণ তালিকা
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতকে পদক জেতাবেন কারা? রইল ১১৭ জন অ্যাথলিটের পূর্ণ তালিকা

Jul 21, 2024 | 6:47 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) ঢাকে কাঠি পড়বে। মোট ১১৭ জন ভারতীয় অ্যাথলিটকে এ বার গ্রেটেস্ট শো অন দ্য আর্থে পারফর্ম করতে দেখা যাবে। প্যারিস অলিম্পিকে ভারতের ৪৭ জন মহিলা অ্যাথলিট এবং ৭০ জন পুরুষ অ্যাথলিটকে দেখা যাবে। এর আগে টোকিও অলিম্পিকে ১২১ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এ বার ভারতের দ্বিতীয় সর্বাধিক টিম পাঠানো হচ্ছে অলিম্পিকে।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত থেকে পতকা বইবেন পিভি সিন্ধু এবং শরথ কমল। গ্রেটেস্ট শো অন দা আর্থ চলাকালীন বিশেষ নজর থাকবে নীরজ চোপড়ার দিকে। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো থেকে সোনার পদক জিতেছিলেন নীরজ। এ বার পানিপতের ছেলে সেই সোনা ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার। প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগে এক ঝলকে এই প্রতিবেদনে জেনে নিন প্যারিস গামী ১১৭ জন ভারতীয় অ্যাথলিটের তালিকা—

প্যারিস অলিম্পিকে কোন ইভেন্টে ভারতের কত জন অ্যাথলিট পারফর্ম করবেন?

১. আর্চারি – ৬

২. অ্যাথলেটিক্স – ২৯

৩. ব্যাডমিন্টন – ৭

৪. বক্সিং – ৬

৫. ইকুয়েস্ট্রিয়ান – ১

৬. গল্ফ – ৪

৭. হকি – ১৯

৮. জুডো – ১

৯. রোয়িং – ১

১০. শুটিং – ২১

১১. সাঁতার – ২

১২. সেইলিং – ২

১৩. টেবল টেনিস – ৮

১৪. টেনিস – ৩

১৫. ভারোত্তোলন – ১

১৬. কুস্তি – ৬

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্সে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রো

২. অবিনাশ সাবলে – পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ

৩. কিশোর জেনা – পুরুষদের জ্যাভলিন থ্রো

৪. তেজিন্দর সিং পাল তুর – পুরুষদের শট পাট

৫. প্রবীন চিত্রভেল – পুরুষদের ট্রিপল জাম্প

৬. আবদুল্লা আবুবাকের – পুরুষদের ট্রিপল জাম্প

৭. সর্ভেশ কুশারে – পুরুষদের হাই জাম্প

৮. আকাশদীপ সিং – পুরুষদের ২০ কিমি রেস ওয়াক

৯. বিকাশ সিং – পুরুষদের রেস ওয়াক

১০. পরমজিৎ সিং বিস্ত – পুরুষদের ২০ কিমি রেস ওয়াক

১১. মহম্মদ আনস – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১২. মহম্মদ আজমল – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৩. আমোজ জ্যাকব – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৪. সন্তোষ কুমার তামিলারাসন – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৫. রাজেশ রমেশ – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৬. মিজো চাচকো কুরিয়ান – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে

১৭. সূরষ পানওয়ার – রেস ওয়াক মিক্সড ম্যারাথান

১৮. কিরণ পাহাল – মহিলাদের ৪০০ মিটার

১৯. পারুল চৌধুরি – মহিলাদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ও ৫ হাজার মিটার

২০. জ্যোতি ইয়ারারজি – মহিলাদের ১০০ মিটার হার্ডলস

২১. অন্নু রানি – মহিলাদের জ্যাভলিন থ্রো

২২. অঙ্কিতা – মহিলাদের ৫০০০ মিটার

২৩. জ্যোথিকা শ্রী ডান্ডি – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৪. শুভা ভেঙ্কটেসন – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৫. বিথ্যা রামরাজ – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৬. এমআর পোভাম্মা – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৭. প্রাচী – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে

২৮. প্রিয়াঙ্কা গোস্বামী – মহিলাদের ২০ কিমি রেস ওয়াক এবং রেস ওয়াক মিক্সড ম্যারাথন

২৯. জেস্বিন অ্যালড্রিন – পুরুষদের লং জাম্প

প্যারিস অলিম্পিকে আর্চারিতে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. ধীরজ বোম্মাদেবারা

২. তরুণদীপ রাই

৩. প্রবীন যাদব

৪. দীপিকা কুমারি

৫. ভজন কৌর

৬. অঙ্কিতা ভকত

প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. পিভি সিন্ধু – মহিলাদের সিঙ্গলস

২. অশ্বিনী পোনাপ্পা – মহিলাদের ডাবলস

৩. তানিষা ক্রাস্তো – মহিলাদের ডাবলস

৪. সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি – পুরুষদের ডাবলস

৫. চিরাগ শেট্টি – পুরুষদের ডাবলস

৬. এইচএস প্রণয় – পুরুষদের সিঙ্গলস

৭. লক্ষ্য সেন – পুরুষদের সিঙ্গলস

প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. নিখাত জারিন – মহিলাদের ৫০ কেজি

২. প্রীতি পাওয়ার – মহিলাদের ৫৪ কেজি

৩. জ্যসমিন ল্যাম্বোরিয়া – মহিলাদের ৫৭ কেজি

৪. লভলিনা বরগোহাইন – মহিলাদের ৭৫ কেজি

৫. অমিত পাঙ্ঘাল – পুরুষদের ৫১ কেজি

৬. নিশান্ত দেব – পুরুষদের ৭১ কেজি

প্যারিস অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে ভারত থেকে অংশ নিতে চলেছেন যিনি —

১. অনুষ আগরওয়াল – ইন্ডিভিজুয়াল ড্রেসেজ

প্যারিস অলিম্পিকে গল্ফে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. শুভঙ্কর শর্মা – পুরুষদের ব্যক্তিগত বিভাগ

২. গগনজিৎ ভুল্লার – পুরুষদের ব্যক্তিগত বিভাগ

৩. অদিতি অশোক – মহিলাদের ব্যক্তিগত বিভাগ

৪. দীক্ষা দাগার – মহিলাদের ব্যক্তিগত বিভাগ

প্যারিস অলিম্পিকে হকিতে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. পিআর শ্রীজেশ

২. হরমনপ্রীত সিং

৩. জার্মানপ্রীত সিং

৪. হার্দিক সিং

৫. বিবেক সাগর প্রসাদ

৬. মনদীপ সিং

৭. শামশের সিং

৮. অভিষেক

৯. ললিত কুমার উপাধ্যায়

১০. রাজকুমার পাল

১১. সুখজিৎ সিং

১২. অমিত রুইদাস

১৩. মনপ্রীত সিং

১৪. সুমিত

১৫. নীলকান্ত সিং

১৬. সঞ্জয়

১৭. যুগরাজ সিং

১৮. কৃষাণ পাঠক

১৯. গুরজন্ত সিং

প্যারিস অলিম্পিকে জুডোতে ভারত থেকে অংশ নিতে চলেছেন যিনি —

১. তুলিকা মান – মহিলাদের ৭৮+ কেজি

প্যারিস অলিম্পিকে রোয়িংয়ে ভারত থেকে অংশ নিতে চলেছেন যিনি —

১. বলরাজ পানওয়ার – পুরুষদের সিঙ্গল স্কালস

প্যারিস অলিম্পিকে সেইলিংয়ে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. বিষ্ণু সর্বানন – পুরুষদের ডিঙ্গি

২. নেত্রা কুমানান – মহিলাদের ডিঙ্গি

প্যারিস অলিম্পিকে শুটিংয়ে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. সরবজোৎ সিং – পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল

২. অর্জুন সিং চীমা – পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল

৩. অর্জুন বাবুতা – পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল

৪. সন্দীপ সিং – পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল

৫. ঐশ্বর্য প্রতাপ তোমর – পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি

৬. স্বপ্নিল কুসালে – পুরুষদের ৫০ মিটার লাইফেল ৩পি

৭. অনিশ ভানওয়ালা – পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল

৮. বিজয়বীর সিন্ধু – পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল

৯. অনন্ত জিৎ সিং নারুকা – পুরুষদের স্কিট

১০. পৃথ্বীরাজ তোন্ডাইমান – পুরুষদের ট্র্যাপ

১১. মনু ভাকের – মহিলাদের ২৫ মিটার পিস্ত, ১০ মিটার পিস্তল

১২. ইশা সিং – মহিলাদের ২৫ মিটার পিস্তল

১৩. রাজেশ্বরী কুমারি – মহিলাদের ট্র্যাপ

১৪. শ্রেয়সী সিং – মহিলাদের ট্র্যাপ

১৫. এলাভেনিল ভালারিভান – মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল

১৬. রমিতা – মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল

১৭. শিফ্ট কৌর শর্মা – মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি

১৮. অঞ্জুম মুদগিল – মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩পি

১৯. রাইজা ঢিলোন – মহিলাদের স্কিট

২০. মাহেশ্বরী চৌহান – মহিলাদের স্কিট

২১. রিদম সাংওয়ান – মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল

প্যারিস অলিম্পিকে সাঁতারে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. শ্রীহরি নটরাজ – পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক

২. ধিনিদি দেশিংহু – মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল

প্যারিস অলিম্পিকে টেবল টেনিস ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. মনিকা বাত্রা

২. সৃজা আকুলা

৩. অর্চনা গিরিশ কামাথ

৪. ঐহিকা মুখোপাধ্যায় (রিজার্ভ অ্যাথলিট)

৫. শরথ কমল

৬. হরমীত দেশাই

৭. মানব ঠাকুর

৮. সাথিয়ান গণশেখরন

প্যারিস অলিম্পিকে টেনিসে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. রোহন বোপান্না – পুরুষদের ডাবলস

২. শ্রীরাম বালাজি – পুরুষদের ডাবলস

৩. সুমিত নাগাল – পুরুষদের সিঙ্গলস

প্যারিস অলিম্পিকে ভারোত্তোলনে ভারত থেকে অংশ নিতে চলেছেন যিনি —

১. মীরাবাঈ চানু – মহিলাদের ৪৯ কেজি

প্যারিস অলিম্পিকে কুস্তিতে ভারত থেকে অংশ নিতে চলেছেন যাঁরা —

১. অন্তিম পাঙ্ঘাল – মহিলাদের ৫৩ কেজি

২. বিনেশ ফোগত – মহিলাদের ৫০ কেজি

৩. অংশু মালিক – মহিলাদের ৫৭ কেজি

৪. নিশা – মহিলাদের ৬৮ কেজি

৫. রিতিকা হুডা – মহিলাদের ৭৬ কেজি

৬. আমন সেহরাওয়াত – পুরুষদের ৫৭ কেজি