
প্যারিস: ক্রিকেট, ফুটবল বা হকি। অস্ট্রেলিয়ার সামনে পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই খড়কুটোর মতো উড়ে যায় ভারত। বিশ্বকাপ ফাইনাল হোক কিংবা এশিয়ান কাপ। হকির মঞ্চেও এক দৃশ্য। অলিম্পিকের আসরে শেষ কয়েক বছরে অজিদের বিরুদ্ধে জুটেছে শুধু একরাশ ব্যর্থতাই। খেলাধূলার মঞ্চে অস্ট্রেলিয়া যেন ভারতের চিরশত্রু। জিতলে পরম আনন্দ, শান্তি। হারলে শুধুই কাঁটাছেড়া। বেশির ভাগ ক্ষেত্রেই ব্যর্থতা থেকেছে সঙ্গী। বিশেষত ফুটবল আর হকির মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার আশা করাই যেন ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই অসাধ্য সাধ্য করলেন হরমনপ্রীত সিং, আকাশদীপরা। অলিম্পিকে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারাল ভারত। ৫২ বছর পর অলিম্পিকের মঞ্চে অজিদের বিরুদ্ধে জিতল ভারতীয় হকি দল। ১৯৭২ সালে শেষ বার জিতেছিল। এরপর হকিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতাই থেকেছে সঙ্গী। অবশেষে সেই মিথ ভাঙল।
প্রথম কোয়ার্টারের শুরুতে আচমকাই স্কোরলাইন দেখে অনেকে বিশ্বাস করতে পারেননি। ২-০ এগিয়ে ভারত। স্বভাবতই হকচকিয়ে যাওয়ার মতো স্কোরলাইন। প্যারিসের মঞ্চে প্রথম কোয়ার্টার থেকেই দাপট দেখালেন মনদীপ, হরমনপ্রীতরা। বুঝিয়ে দিলেন এই ভারতীয় হকি দল একেবারে আলাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যেকটা কোয়ার্টারে নিজেদের ছাপিয়ে গেলেন জার্মানপ্রীতরা।
প্রথম কোয়ার্টারের ১২ মিনিটে গোলের খাতা খোলেন অভিষেক। এক মিনিট বাদেই পেনাল্টি কর্নার। সেখান থেকে ২-০ করেন হরমনপ্রীত সিং। দ্বিতীয় কোয়ার্টারে প্রবল চাপ বাড়ায় অস্ট্রেলিয়া। ২৫ মিনিটে থমাস ক্রেগ ব্যবধান কমান। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের নেওয়া গোলমুখী শট অস্ট্রেলিয়ার এক ডিফেন্ডারের পায়ে লাগে। পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-১ করেন ভারতের অধিনায়ক। চতুর্থ কোয়ার্টারে খেলা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে গোল করে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। এর ঠিক আগে ভারতের একটি গোল বাতিল হয়। বাকি পাঁচ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই চালান জার্মানপ্রীতরা। একটা সময় গোলকিপার তুলে একজন ফরোয়ার্ডকে নামায় অস্ট্রেলিয়া। শ্রীজেশের সৌজন্যে অরক্ষিত থাকে ভারতের দুর্গ।
নিয়মরক্ষার ম্যাচ হলেও, এই জয় নক আউটে ভারতের কয়েকগুন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে কোয়ালিফাই করলেন হরমনপ্রীতরা। কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে হয়তো পড়তে পারে গ্রেট ব্রিটেন।