Pele Health: আমি সুস্থ আছি, দুশ্চিন্তা উড়িয়ে বললেন পেলে

টুইটারে (Twitter) পেলে লিখেছেন, 'আমি অজ্ঞান হয়ে যাইনি। সবাইকে জানাই, আমার শারীরিক অবস্থা ভালো। সুস্থ আছি। আমি হাসপাতালে গিয়েছিল রুটিন চেকআপের (Routine Checkup) জন্য। অতিমারির জন্য এটা আগে সম্ভব হচ্ছিল না।'

Pele Health: আমি সুস্থ আছি, দুশ্চিন্তা উড়িয়ে বললেন পেলে
ভালো আছেন পেলে। ছবি: টুইটার

| Edited By: sushovan mukherjee

Sep 01, 2021 | 2:01 PM

ব্রাসিলিয়া: তাঁর শারীরিক অবস্থা নিয়ে হঠাৎই তৈরি হয়েছিল দুশ্চিন্তা। অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। এমনই খবর ছড়িয়ে পড়েছিল মিডিয়ায়। যা উড়িয়ে দিয়ে খোদ পেলে (Pele) জানালেন, তিনি সুস্থ আছেন।

টুইটারে (Twitter) পেলে লিখেছেন, ‘আমি অজ্ঞান হয়ে যাইনি। সবাইকে জানাই, আমার শারীরিক অবস্থা ভালো। সুস্থ আছি। আমি হাসপাতালে গিয়েছিল রুটিন চেকআপের (Routine Checkup) জন্য। অতিমারির জন্য এটা আগে সম্ভব হচ্ছিল না।’

 

ব্রাজিলের (Brazil) কিংবদন্তি ফুটবলারের বয়স ৮০। শারীরিক কারণে গত কয়েক বছরে প্রায়ই তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি হতে হয়েছে। সেই পেলে হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। যা নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে। সংবাদ মাধ্যমে বলা হয়, তিনি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্যই নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন পেলে। পেলের এক মুখপাত্র জানিয়েছেন, দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

 

আরও পড়ুন: ANTOINE GRIEZMANN: বার্সা ছেড়ে পুরনো ক্লাবে ফিরলেন গ্রিজু