AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্পেন-কসোভো ম্যাচ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন

মাদ্রিদে (Madrid) বুধবার দুই দেশ মুখোমুখি হওয়ার আগে কসোভোর ফুটবল ফেডারেশন (Football Federation of Kosovo) স্পষ্ট করে দিয়েছে তাদের মনোভাব। এক বিবৃতিতে বলা হয়েছে, কসোভো (Kosovo) স্বাধীন দেশ। জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কিংবা জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে যদি কোনও রকম বাধা মানবে না। সেই কারণে ই তারা স্পেনের (Spain) বিরুদ্ধে ম্যাচ খেল যাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে।

স্পেন-কসোভো ম্যাচ ঘিরে রাজনৈতিক টানাপোড়েন
স্পেন-কসোভো ম্যাচ ঘিরে রাজনৈতিক চাপানউতর। ছবি: টুইটার
| Updated on: Mar 30, 2021 | 2:54 PM
Share

মাদ্রিদ: নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। তাই কিনা রাজনৈতিক রঙে রীতিমতো আলোচনার কেন্দ্রে ঢুকে পড়েছে। এতটাই যে, প্রাক বিশ্বকাপে স্পেন-কসোভোর (Spain vs Kosovo) ম্যাচ হবে কিনা, তা নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে। প্রায় ২০ লক্ষ জনসংখ্যার কসোভো নিয়ে চিরকালীন বিতর্ক। ২০০৮ সালে সার্বিয়া থেকে বেরিয়ে এসে দক্ষিণ ইউরোপের পূর্ণাঙ্গ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৮ সালে ফিফার পূর্ণ সদস্য হিসেবে প্রাক বিশ্বকাপ খেলেওছিল। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। তাই এ বার আঁচ ফেলতে চলেছে স্পেন-কসোভো (Spain vs Kosovo)Football Federation of Kosovo ম্যাচে।

আরও পড়ুন: ম্যান সিটি ছাড়ছেন আগুয়েরো

মাদ্রিদে (Madrid) বুধবার দুই দেশ মুখোমুখি হওয়ার আগে কসোভোর ফুটবল ফেডারেশন (Football Federation of Kosovo) স্পষ্ট করে দিয়েছে তাদের মনোভাব। এক বিবৃতিতে বলা হয়েছে, কসোভো (Kosovo) স্বাধীন দেশ। জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কিংবা জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে যদি কোনও রকম বাধা মানবে না। সেই কারণে ই তারা স্পেনের (Spain) বিরুদ্ধে ম্যাচ খেল যাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে। ফেডারেশনের সচিব ইরোল সালিহু বলেছেন, ‘কোনও রকম রাজনৈতিক বিতর্কের মধ্যে যাতে পড়তে না হয়, সেই কারণেই আমরা প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য স্পেনে যেতে চাই না।’ বিশ্বের অধিকাংশ পশ্চিমী শক্তি কসোভোর স্বাধীন দাবি, রাজনৈতিক অধিকার মেনে নিলেও সার্বিয়া এবং তাদের রাজনৈতিক বন্ধু চিন ও রাশিয়া মানতে নারাজ। স্পেন, গ্রিসের মতো দেশগুলোও কসোভোকে কোণঠাসাই রাখতে চায়। স্পেনের রাজনৈতিক মহল থেকে স্পষ্ট করে বলা হচ্ছে, দুই দেশের ফেডারেশন কী বলল, তাতে স্পেনের মনোভাবে কোনও বদল আসবে না। দেশে হিসেবে কসোভোকে সার্বিক স্বাধীনতা দেওয়ার সাওয়ালে কোনও ভাবেই সমর্থন করবে না তারা। যদি কসোভোর পাশে দাঁড়ায় স্পেন, তা হলে কাতালোনিয়া বিপ্লব আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কসোভো বিশ্ব ফুটবলে ১১৭ নম্বর টিম হলেও প্রাক বিশ্বকাপে তাদের হাল মোটেও ভালো নয়। কিন্তু রাজনৈতিক চাপানউতোড়ের প্রসঙ্গে কিন্তু ফিফা ও উয়েফাকে পাশে পাচ্ছে তারা। সালিহু কিন্তু বলেছেন, ‘ফিফা আর উয়েফা থেকে আমরা সব রকম নিশ্চয়তা পেয়েছি।’ তার পরও অবশ্য জোর দিয়ে বলতে পারছে কসোভো, স্পেনের বিরুদ্ধে খেলতে ওই দেশে পা রাখবেন তারা।