Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PV Sindhu Lakshya Sen : কানাডা ওপেনের ছুটছেন ভারতীয় শাটলাররা, প্রি কোয়ার্টারে সিন্ধু-লক্ষ্য

Canada open Badminton : কানাডা ওপেন ৫০০ ব্য়াডমিন্টন সুপারসিরিজের প্রি কোয়ার্টারে পা রেখেছেন ভারতের দুই শাটলার পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন।

PV Sindhu Lakshya Sen : কানাডা ওপেনের ছুটছেন ভারতীয় শাটলাররা, প্রি কোয়ার্টারে সিন্ধু-লক্ষ্য
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 2:17 PM

ক্যালগারি : কানাডা ওপেনে (Canada Open 2023) দারুণ সূচনা ভারতীয় শাটলারদের। ক্যালগারিতে অনুষ্ঠিত এই বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ৫০০ সুপারসিরিজ ইভেন্টে ছুটছে পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের বিজয়রথ। দু’জনই নিজ নিজ বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন। পিভি সিন্ধু (PV Sindhu) ভারতীয় ব্যাডমিন্টনের সুপারস্টার, আর লক্ষ্য সেনকে (Lakshya Sen) ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে। দু’জনই কানাডা ওপেনে পদকের স্বপ্ন দেখাচ্ছেন। গতকাল ছিল সিন্ধুর ২৮তম জন্মদিন। বিশেষ দিনটা ব্যাডমিন্টন কোর্টে জয়ের আনন্দে কাটল তাঁর।  TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

কানাডা ওপেনে মেয়েদের সিঙ্গলসে চতুর্থ বাছাই সিন্ধু। বুধবার রাতে তাঁর প্রতিপক্ষ ছিলেন স্থানীয় শাটলার তালিয়া এনজি। তাঁর বিরুদ্ধে জয় পেতে মোটেও বেগ পেতে হল না সিন্ধুর। প্রতিপক্ষকে ২১-১৬, ২১-৯ গেমে উড়িয়ে দেন ভারতীয় শাটলার। পরের রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের নাটসুকি নিদারিয়া। এদিকে ছেলেদের সিঙ্গলসে লক্ষ্য সেন প্রি কোয়ার্টারে পা রাখলেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই থাইল্যান্ডের কুনলাভুত ভিটিডসারানকে হারিয়ে। থাই প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়েছে লক্ষ্য। তাঁর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৮, ২১-১৫। শেষ আটে পা রাখতে হলে লক্ষ্যকে ব্রাজিলের শাটলার ইগর কোয়েলহোর চ্যালেঞ্জ উতরাতে হবে লক্ষ্যকে।

সিন্ধু-লক্ষ্য এগোলেও কানাডা ওপেনে বুধবারই অভিযান শেষ হয়ে গিয়েছে বি সাই প্রণীতের। ব্রাজিলের কোয়েলহোর বিরুদ্ধে ১২-২১, ১৭-২১ গেমে হেরে যান প্রণীত। মেয়েদের সিঙ্গলসেও হারের মুখ দেখেছেন ভারতীয় শাটলাররা। প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রুথভিকা শিবানি গাড্ডে। থাইল্যান্ডের প্রতিপক্ষ সুপানিডা কেটথংয়ের বিরুদ্ধে ১২-২১, ৩-২১ গেমে লজ্জার হার নিয়ে ছিটকে যান।