RAVI SHASTRI: নভেম্বরেই শাস্ত্রী বিদায়?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 11, 2021 | 8:08 PM

শাস্ত্রীর (Ravi Shastri) বিকল্প হিসেবে ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) পরখ করে নিয়েছে বোর্ড (BCCI)। দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কার মাটিতে একদিনের সিরিজ জিতেছে ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের ভারত। গতকাল এনসিএ (NCA) ডিরেক্টর পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ঘনিষ্ঠমহলে রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, বিশ্বকাপের পরই তিনি কোচের দায়িত্ব ছাড়বেন।

RAVI SHASTRI: নভেম্বরেই শাস্ত্রী বিদায়?
বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে পারেন শাস্ত্রী। ছবি: সূত্র

Follow Us

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পরই ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদল আসতে চলেছে। অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) আর ওমানে (Oman) বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আয়োজক ভারত (BCCI)। কোভিড পরিস্থিতির জন্য দেশের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বোর্ড (BCCI)। নভেম্বরে শেষ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোহলিদের দায়িত্ব ছাড়তে পারেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। খবর সূত্রের।
শাস্ত্রীর (Ravi Shastri) বিকল্প হিসেবে ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) পরখ করে নিয়েছে বোর্ড (BCCI)। দ্রাবিড়ের কোচিংয়ে শ্রীলঙ্কার মাটিতে একদিনের সিরিজ জিতেছে ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের ভারত। গতকাল এনসিএ (NCA) ডিরেক্টর পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ঘনিষ্ঠমহলে রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, বিশ্বকাপের পরই তিনি কোচের দায়িত্ব ছাড়বেন। এমনই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। শাস্ত্রীর জায়গায় কোচের পদে আবেদন করতে পারেন দ্রাবিড়। সেক্ষেত্রে মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি বিরাটদের হেডস্যার বেছে নেবেন।

আরও পড়ুন: দেশ বাঁচানোর আর্জি রশিদ খানের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শাস্ত্রীর মেয়াদ ফুরোচ্ছে। ঘনিষ্ঠমহলে শাস্ত্রী নাকি জানিয়েছেন, এরপর আর তিনি কোচিং করাতে চান না। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, হেড কোচের সর্বোচ্চ বয়সসীমা ৬০। রবি শাস্ত্রী এখন ৫৯-এ দাঁড়িয়ে। সামনের বছরই তিনি ৬০-এ পড়বেন। তাই শুধুমাত্র আর এক বছরের জন্য হয়তো শাস্ত্রীকে রাখতে চাইবে না বোর্ডও। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর কোহলিদের দায়িত্ব নিয়েছিলেন রবি শাস্ত্রী। এর আগেও ২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর ছিলেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যানেজারের পদে ছিলেন রবি শাস্ত্রী।

Next Article