AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভিডিয়ো: IPL-এ কোন টিমে যাওয়া উচিত? রোহিত শর্মা পরামর্শ চাইলেন ভক্তদের কাছেই

IPL 2025 Auction: আইপিএলের মেগা নিলাম হবে এ বছরের শেষে। মুম্বই ইন্ডিয়ান্স সম্ভবত ধরে রাখবে রোহিত শর্মাকে। এর মাঝে বেঙ্গালুরু টেস্ট চলাকালীন রোহিতের কাছে এক ভক্ত আবদার করেন, তিনি যেন আরসিবিতে চলে আসেন। এরপর রোহিত শর্মা ভক্তদের কাছেই পরামর্শ চান কোন দলে যাওয়া উচিত।

Rohit Sharma: ভিডিয়ো: IPL-এ কোন টিমে যাওয়া উচিত? রোহিত শর্মা পরামর্শ চাইলেন ভক্তদের কাছেই
Rohit Sharma: ভিডিয়ো: IPL-এ কোন টিমে যাওয়া উচিত? রোহিত শর্মা পরামর্শ চাইলেন ভক্তদের কাছেই
| Updated on: Oct 19, 2024 | 6:30 PM
Share

কলকাতা: রোহিত শর্মা পঁচিশের আইপিএলে খেলুন আরসিবিতে, এমনটা একাধিক বেঙ্গালুরুর ফ্যান চায়। আইপিএলের মেগা নিলাম হবে এ বছরের শেষে। মুম্বই ইন্ডিয়ান্স সম্ভবত ধরে রাখবে রোহিতকে। গত আইপিএলের সংস্করণ শুরু হওয়ার আগে অবশ্য মুম্বই ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরিয়ে দেন রোহিতকে। তাঁর জায়গায় মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। ১৭তম আইপিএল চলাকালীন অনেকেই বলাবলি করছিলেন, রোহিতকে হয়তো পরের মরসুমে আর মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে না। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু টেস্ট চলাকালীন রোহিতের কাছে এক ভক্ত আবদার করেন, তিনি যেন আরসিবিতে চলে আসেন। এরপর রোহিত শর্মা (Rohit Sharma) ভক্তদের কাছেই পরামর্শ চান কোন দলে যাওয়া উচিত।

হিটম্যানের স্টাইল বরাবরই আলাদা। প্রেস কনফারেন্সে অনেক সময় তাঁর উত্তর শুনে সকলে হেসে গড়াগড়ি খান। আবার অনেকে অত্যন্ত সিরিয়াসও হয়ে যান। এ বার বেঙ্গালুরু টেস্টের মাঝে রোহিতের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে রয়েছে আইপিএল সংক্রান্ত কথাবার্তা। আসলে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিত মাঠে ঢুকছিলেন। সেই সময় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী গ্যালারির উপরে থাকা এক আরসিবির ভক্ত রোহিতকে দেখে জিজ্ঞাসা করেন, ‘ভাই আইপিএলে কোন টিমে?’ যা শুনে রোহিত পাল্টা প্রশ্ন করেন, ‘কোন টিম চাই?’ এরপর সেই আরসিবি ফ্যান বলেন, ‘ভাই আরসিবিতে চলে এসো।’

রোহিতের ভাইরাল হওয়া সেই ভিডিয়োর কমেন্টে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘কোন দল চাই, বল? শর্মার রিপ্লাই বরাবর হিট।’

অপর এক এক্স ব্যবহারকারী, যিনি নিজেকে আরসিবি ফ্যান বলে উল্লেখ করেছেন, তিনি লিখেছেন, ‘আমি একজন আরসিবি ফ্যান এবং হিটম্যানের ফ্যানও। আমি মনে করি রোহিত এমআইয়ের হয়েই খেলবেন। কারণ রোহিত শর্মা মুম্বইয়ের রাজা।’