AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shrachi Rarh Bengal Tigers: বাংলায় হকির সুদিন ফিরবে… কেমন হল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স টিম?

Hockey India League: বাঙালি ক্রীড়ামহল হকির প্রতি অনুরক্ত। দীর্ঘদিন বাঙালি হকি অনুরাগীদের ভালোবাসা নিস্তেজ হয়ে গিয়েছে। এই হকি লিগের হাত ধরে কি আবার ফিরবে বাংলায় ফিরবে ঐতিহ্য? জানেন বাংলার টিম কেমন হল? দুই দিন ব্যাপী হকি ইন্ডিয়া নিলামে কোন তারকাদের নিল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স ?

Shrachi Rarh Bengal Tigers: বাংলায় হকির সুদিন ফিরবে... কেমন হল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স টিম?
হকি ইন্ডিয়া লিগে বাংলার নতুন দল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স।
| Updated on: Oct 14, 2024 | 6:55 PM
Share

কলকাতা: বছর সাতেক পর আবার ফিরছে হকি ইন্ডিয়া লিগ (Hockey India League)। ২০১৭ সালে শেষ বার এই লিগ হয়েছিল। সেখানে ছিল না বাংলার কোনও দল। এ বার এই লিগে বাংলার নতুন দল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স (Shrachi Rarh Bengal Tigers)। হকি লিগে বাংলার এই টিমকে ঘিরে অনেক বাঙালি হকি প্রেমী নতুন করে স্বপ্ন বুঁনতে শুরু করেছেন। এক সময় বাংলা থেকে নিয়মিত হকি প্লেয়ার জাতীয় দলে জায়গা করে নিতেন। এশিয়ান গেমসে, অলিম্পিকেও দেশকে পদক এনে দিয়েছেন বাংলার হকি তারকারা। যদিও সেই সোনালি অধ্যায় দীর্ঘদিন অতীত হয়ে গিয়েছে। হকি লিগে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স টিম আসার ফলে কি বাংলায় আবার হকির সোনালি সময় ফিরবে? সেই সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাঙালি ক্রীড়ামহল হকির প্রতি অনুরক্ত। দীর্ঘদিন বাঙালি হকি অনুরাগীদের ভালোবাসা নিস্তেজ হয়ে গিয়েছে। এই হকি লিগের হাত ধরে কি আবার ফিরবে বাংলায় ফিরবে ঐতিহ্য? জানেন বাংলার টিম কেমন হল? দুই দিন ব্যাপী হকি ইন্ডিয়া নিলামে কোন তারকাদের নিল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স ? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

হকি ইন্ডিয়া লিগের নিলামে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের সবচেয়ে দামি প্লেয়ার কে?

প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় তারকা অভিষেক হলেন হকি ইন্ডিয়া লিগের নিলামে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের সবচেয়ে দামি প্লেয়ার। বাংলার টিম তাঁকে ৭২ লক্ষ টাকা দিয়ে কিনেছে।

হকি ইন্ডিয়া লিগের নিলামে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স ভারতীয় টিমের কোন প্লেয়ারদের নিয়েছে?

হকি ইন্ডিয়া লিগের নিলামে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স টিম ইন্ডিয়ার যে প্লেয়ারদের নিয়েছে, তাঁরা হলেন — সুখজিৎ সিং, অভিষেক, রুপিন্দর পাল সিং ও যুগরাজ সিং।

কবে শুরু হবে হকি ইন্ডিয়া লিগের নতুন সংস্করণ?

এ বছরের ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে হকি ইন্ডিয়া লিগ।

হকি ইন্ডিয়া লিগে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের হেড কোচ কে?

হকি ইন্ডিয়া লিগে স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের হেড কোচ হলেন কলিন ব্যাচ। তাঁর ডেপুটি দীপক ঠাকুর।

এক ঝলকে দেখে নিন স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স টিমের পুরো স্কোয়াড —

  • ডিফেন্ডার – যুগরাজ সিং (৪৮ লক্ষ), হেডেন বেল্টজ (১৩ লক্ষ), গাউথিয়ার বোকার্জ (১৮ লক্ষ), রুপিন্দর পাল সিং (১২.৫ লক্ষ), টম গ্র্যাম্বুশ (১০ লক্ষ)।
  • মিডফিল্ডার – লাচলান শার্প (১৮ লক্ষ), জসকরণ সিং (১৩.৫ লক্ষ), শন ফিন্ডলে (১০ লক্ষ), প্রদীপ মোর (৫ লক্ষ), প্রধান পূভান্না চান্দুরা (৮ লক্ষ), আফফান ইউসুফ (১১.৫ লক্ষ) , অতুল দীপ (২ লক্ষ)
  • ফরোয়ার্ড – অভিষেক (৭২ লক্ষ), সুখজিৎ সিং (৪২ লক্ষ), ফ্লোরেন্ট ভ্যান আউবেল (২৫ লক্ষ), স্যাম লেন (২৭ লক্ষ), গুরসেবক সিং (৬.৬ লক্ষ)
  • গোলকিপার – পিরমিন ব্লাক (২৫ লক্ষ)

হকি ইন্ডিয়া লিগে এ বার কতগুলো দল খেলবে?

হকি ইন্ডিয়া লিগে এ বার মোট ৮টি দল খেলবে।

কোথায় অনুষ্ঠিত হবে হকি ইন্ডিয়া লিগে পুরুষ টিমগুলির ম্যাচ?

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হকি ইন্ডিয়া লিগে পুরুষ দলগুলোর ম্যাচ হবে রাঁচিতে।

বাংলায় কি হবে হকি ইন্ডিয়া লিগের কোনও ম্যাচ?

এমনটা হওয়ার একটা সম্ভবনা শোনা গিয়েছিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে বাংলায় হকি ইন্ডিয়া লিগের ম্যাচ হওয়ার সম্ভবনা নেই।