ঐতিহাসিক ভল্ট দিয়ে বাইলসের কামব্যাক

May 23, 2021 | 3:46 PM

অলিম্পিকে (Olympics) স্বর্ণপদকজয়ী বাইলস ২০১৯ সালে বিশ্ব জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে শেষ বার অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি ৫টি স্বর্ণ পদকও পেয়েছিলেন।

ঐতিহাসিক ভল্ট দিয়ে বাইলসের কামব্যাক
সৌজন্যে-টুইটার

Follow Us

লস অ্যাঞ্জেলস: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে প্রতিযোগিতায় ফিরলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট (US gymnastics superstar) সিমোনে বাইলস (Simone Biles)। শুধু ফিরলেনই না, ঐতিহাসিক ভল্ট (vault) দিয়ে কাঙ্খিত জয় পেলেন। পাঁচবার অলিম্পিকে (Olympics) স্বর্ণপদকজয়ী বাইলস ২০১৯ সালে বিশ্ব জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে শেষ বার অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি ৫টি স্বর্ণ পদকও পেয়েছিলেন।

দীর্ঘদিন বিরতির পর, মহামারি পরিস্থিতিতে কামব্যাক প্রতিযোগিতায় বাইলস যে ভল্টটি করেন, সেটিতে স্প্রিংবোর্ডে একটি রাউন্ডঅফ ছিল এবং ডবল ব্যাকফ্লিপ দিয়ে ব্যাক হ্যান্ডস্প্রিং ছিল। এই ভল্ট মেয়েদের প্রতিযোগিতায় আগে কোনওদিন হয়নি। বাইলস অত্যন্ত শক্তি দিয়ে ভল্টটি সম্পূর্ণ করেন। রানওয়ে থেকে নামার সময় তাঁর মনে কী চলছিল এ ব্যাপারে বাইলস বলেন, “আমি শুধু মনে মনে ভাবছিলাম এটা ট্রেনিংয়ের মত করে শেষ করতে হবে। কোনও কিছু বেশি করার চেষ্টা করব না। কারণ আমার হাত বাড়ানোর সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের একটা প্রবণতা রয়েছে। তাই আমি ওটা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেছিলাম। তারপর আমি দাঁড়াতে পারি এবং এটা একটা নতুন ভল্ট ছিল।”

এর পর বাইলস ইউএস চ্যাম্পিয়নশিপে (US championships) অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টটি হবে ৩-৯ জুন। তারপর ২৪-২৭ জুন ইউএস অলিম্পিক ট্রায়ালে (US Olympic Trials) অংশ নেবেন বাইলস। সেখান থেকে সেরা দু’জনকে বেছে নেওয়া হবে টোকিও অলিম্পিকের জন্য। তা ছাড়া ইউএসএ জিমন্যাস্টিকস নির্বাচকরা (USA Gymnastics selectors) দুজনকে নির্বাচন করবেন।

কামব্যাক প্রতিযোগিতায় বাইলস কিন্তু নিখুঁত ল্যান্ডিং করতে পারেননি। ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় তিনি একটু ঝাঁকুনি অনুভব করেন। তবে ৫৮.৪০০ স্কোর নিয়ে তিনিই বিজয়ী হন। প্রতিযোগিতার শেষ বাইলস বলেছেন, “দীর্ঘ সময়ের বিরতির পর, আমি এখানে অন্যান্য মেয়েদের সঙ্গে এই প্রতিযোগিতার আসরে ফিরে আসতে পেরে ভীষণ খুশি।”

আরও পড়ুন: সুয়ারেজদের জয়ের উৎসবে মৃত্যু এক সমর্থকের

Next Article