Sindhu-Lakshya: সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে দুই সুপারস্টার
Syed Modi International: পুরুষদের ব্যাডমিন্টনে দেশের সেরা খেলোয়াড়। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে শীর্ষবাছাই পিভি সিন্ধু। ফাইনালে উঠে এ বার ট্রফির লক্ষ্য। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস মিলিয়ে জোড়া ট্রফির সুযোগ ভারতের সামনে।

ভারতীয় ব্যাডমিন্টন হোক কিংবা বিশ্ব মঞ্চ। সুপারস্টার পিভি সিন্ধু। অলিম্পিকে জোড়া পদক জিতেছেন ভারতীয় অভিজ্ঞ শাটলার সিন্ধু। অন্যদিকে, তরুণ প্রতিভা হলেও একঝাঁক পদক জিতেছেন লক্ষ্য সেন। পুরুষদের ব্যাডমিন্টনে দেশের সেরা খেলোয়াড়। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনে শীর্ষবাছাই পিভি সিন্ধু। ফাইনালে উঠে এ বার ট্রফির লক্ষ্য। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস মিলিয়ে জোড়া ট্রফির সুযোগ ভারতের সামনে।
প্রতিযোগিতার শীর্ষ বাছাই পিভি সিন্ধু সেমিফাইনালের ম্যাচে ১৭ বছরের উন্নতি হুডাকে মাত্র ৩৬ মিনিটেই হারালেন। সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১২, ২১-৯। অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধুর বিরুদ্ধে পেরে ওঠেননি উন্নতি। ম্যাচের পর সিন্ধু বলেন, ‘আজকের পারফরম্যান্সে খুবই খুশি। শুরু থেকেই লিড ধরে রাখতে পেরেছি। প্রতিটা মুহূর্তেই আত্মবিশ্বাসী ছিলাম। উন্নতি ওর সেরাটা দিয়েছে। তবে আমি ওকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিইনি। ও উঠতি প্রতিভা। আশা করি, আগামীতে আরও ভালো পারফর্ম করবে।’
কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য সেন। সৈয়দ মোদীতে দুর্দান্ত পারফর্ম করছিলেন। সেমিফাইনালে জাপানের শোগো ওগাবাকে ২১-৮, ২১-১৪ ব্যবধানে উড়িয়ে দিলেন। সময় নেন মাত্র ৪২ মিনিট। ফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং জেসনের বিরুদ্ধে খেলবেন লক্ষ্য সেন। ফাইনালে পিভি সিন্ধুর প্রতিপক্ষ চিনের উ লুয়ো উই। কাল সুপার সানডে-তেই ফাইনাল।
