কলকাতা: ফর্ম, ভারসাম্য, অভিজ্ঞতা, ধারাবাহিকতা আর তারুণ্য। বিরাট কোহলির ভারতীয় টিমে (Team India) কোনও কিছুর খামতি নেই। এগুলোই ভারতীয় টিমের মনোবল তুঙ্গে রাখবে, এমনই বিশ্বাস ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।
বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, ‘আমাদের সবার কাছেই এটা বিরাট মুহূর্ত। টিমের জন্য শুভেচ্ছা রইল। এই জায়গাটায় পৌঁছনোর জন্য গত দু’বছর ধরে টিম প্রচুর পরিশ্রম করেছে। আমার বিশ্বাস, টিম সেরাটাই দেবে।’
অস্ট্রেলিয়া সফর হোক আর ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ— ভারতীয় টিম দলগত সংহতির উপরই জোর দিয়েছে। টিম গেমই এনে দিয়েছে সাফল্য। যা মাথায় রেখে সৌরভ বলছেন, ‘আমাদের টিম ভীষণ ব্যালান্সড। অস্ট্রেলিয়া সফরে দেখেছি, একদম শেষ পর্যন্ত ব্যাট করতে পারে সবাই। নিজেদের ক্ষমতা অনুযায়ী সেরাটা দিয়েছে সব সময়। কোয়ালিটি প্লেয়াররা এক সঙ্গে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে ভারতকে।’
দেশের জন্য তো বটেই, বিরাটের কাছেও একটা বড় ম্যাচ হতে চলেছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সৌরভের কথায়, ‘সবার কাছেই নিজেকে মেলে ধরার বড় মঞ্চ এটা। বিরাটের কাছেও। ও দারুণ প্লেয়ার। এই ইভেন্টটা যাতে চিরস্মরণীয় হয়ে থাকে, তার চেষ্টা অবশ্যই করবে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম কম্বিনেশন কী হওয়া উচিত, তা নিয়ে প্রচুর আলোচনা চলছে। চার পেসার, এক স্পিনারে খেলা উচিত বিরাটদের? সৌরভ কিন্তু বলছেন, ‘আমি জানি না, ভারতীয় টিমের কম্বিনেশন কী হতে চলেছে। এটা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। পরিস্থিতি, পরিবেশের কথা মাথায় রেখে একাদশ বেছে নেবে ক্যাপ্টেন ও কোচ। কাল সকালে ম্যাচ শুরু হওয়ার আগে সেটা জানা যাবে। তবে এটুকু বলতে পারি, আমাদের টিমের বোলিং কম্বিনেশন যাই হোক না, প্রত্যেক বোলারই ম্যাচ উইনার। সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। আশা করি ভারতীয় টিম দেশের মুখ উজ্জ্বল করবে।’
আরও পড়ুন: WTC Final 2021: ৩ পেসার, ২ স্পিনার, ফাইনলে অভিজ্ঞ বোলিং কম্বিনেশনেই আস্থা ভারতের