Viral: রাজ্যপাট, রাজকন্যা চাই না! শিরোনামে এই ফুটবলারের প্রেমকাহিনি
Spanish Footballer Love Story: অনেকেই বলেন, ভালোবাসার কাছে হার মানে সবকিছুই। স্টেটাস, খ্যাতি, অর্থ। সত্য়িকারের ভালোবাসা থাকলে কোনও কিছুই বাধ সাধে না। গাবির ভালোবাসার কাহিনি যেন তেমনই। রাজকন্যাকে ফেরাতেও দু-বার ভাবেননি!

স্প্যানিশ ফুটবলে অন্যতম পরিচিত নাম গাবি। এই তরুণ ফুটবলারকে নিয়ে বিশ্বজুড়েই আলোচনা। তবে তাঁর ফুটবল স্কিল নয়। আপাতত গাবি আলোচনায় তাঁর ভালোবাসার জন্য। মনের মানুষের জন্য সত্যিকারের রাজকন্যাকে মানা করেছেন স্পেনের এই তরুণ ফুটবলার! ভাইরাল সেই প্রেমকাহিনি। অনেকেই বলেন, ভালোবাসার কাছে হার মানে সবকিছুই। স্টেটাস, খ্যাতি, অর্থ। সত্য়িকারের ভালোবাসা থাকলে কোনও কিছুই বাধ সাধে না। গাবির ভালোবাসার কাহিনি যেন তেমনই। রাজকন্যাকে ফেরাতেও দু-বার ভাবেননি! ঠিক কী হয়েছে?
যাঁরা ফুটবলের খোঁজ রাখেন, তাঁদের বেশিরভাগই স্পেন তথা বার্সেলোনার তরুণ ফুটবলার গাবিকে চেনেন, এটুকু বলাই যায়। তাঁর ফুটবল স্কিল নিয়ে কারও সন্দেহ নেই। ক্লাব ফুটবলে বার্সেলোনার যেমন অবিচ্ছেদ্য অংশ তেমনই স্পেন জাতীয় দলেরও। যদিও আলোচনায় তাঁর ভালোবাসার কাহিনি। চাইলে স্পেনের রাজাও হয়ে যেতে পারতেন! কী ভাবে? রাজকন্যাকে বিয়ে করে, ফুটবল পরবর্তী জীবনে রাজা হিসেবে দেখা যেতেই পারত গাবিকে। কিন্তু রাজকন্যার প্রেমকেই মানা করে দিয়েছেন!
স্প্যানিশ মিডিয়াই শুধু নয়, আলোচনায় এমনই। স্পেনের রাজকন্যা, আরও নির্দিষ্ট করে বললে সুন্দরী প্রিন্সেস লিওনর অব স্পেন গাবিকে পছন্দ করেন। শুধু তাই নয়, গাবির প্রচুর প্রচুর ছবি কম্পিউটারে একটি আলাদা ফোল্ডার করে রেখেছেন বলেও খবর। ফুটবলার গাবি বেশ কয়েকবার দেখাও করেছেন রাজকন্যার সঙ্গে। এমনই একটা ডেটে রাজকন্যা প্রোপোজ করেন গাবিকে। কিন্তু তাঁকে সেখানে কোনও জবাব দেননি। একটি ম্যাচে গার্লফ্রেন্ডের পোশাক নিয়ে আসেন গাবি। কাকে ভালোবাসেন পুরো স্টেডিয়ামের সামনে তা তুলে ধরেছেন। অ্যানা পেলাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন গাবি। আর সে কারণেই রাজকন্যাকে মানা করেছেন!
View this post on Instagram
