Euro 2020: আন্ডারডগ সুইডেনের সামনে স্প্যানিশ আর্মাডা

সুইডেন এ বারের ইউরোয় আন্ডারডগ। প্রথম ম্যাচেই স্পেনকে চমকে দিতে তৈরি ফর্সবার্গরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলমহল।

Euro 2020: আন্ডারডগ সুইডেনের সামনে স্প্যানিশ আর্মাডা
সুইডেন এ বারের ইউরোয় আন্ডারডগ, প্রথম ম্যাচেই স্পেনকে চমকে দিতে তৈরি ফর্সবার্গরা

Jun 14, 2021 | 1:04 PM

ইউরো (Euro) অভিযানে নামার আগেই লুই এনরিকের চিন্তা বাড়িয়ে দিয়েছে করোনা (Corona)। কোভিড আক্রান্ত হওয়ায় নেই অধিনায়ক সের্জিও বুস্কেতস। কোভিড রিপোর্ট পজিটিভ দিয়েগো লরেন্তেরও। করোনা সংক্রমিত বুস্কেতস না থাকায় স্ট্র্যাটেজিতে বদল আনতে হচ্ছে স্প্যানিশ কোচকে। আজ রাতে ঘরের মাঠে সুইডেনের (Sweden) সামনে স্পেন (Spain)। বুস্কেতস না থাকায় মাঝমাঠে খেলতে পারেন রড্রি। সঙ্গে থাকবেন থিয়াগো আলকান্তারা আর কোকে।

আপফ্রন্টে এনরিকের ভরসা আলভারো মোরাতা আর ফেরান তোরেস। লিথুয়ানিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২১ ফুটবলারদের পরখ করে নিয়েছিলেন এনরিকে। আর তাঁরাই এখন ভরসা দিচ্ছেন স্প্যানিশ কোচকে।

তিন বারের ইউরো চ্যাম্পিয়নরা এ বার জার্মানির রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে স্থির। ২০০৮ আর ২০১২ তে টানা দু’বার ইউরোপ সেরা হয়েছিল লা রোজারা। তার আগে ১৯৬৪ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় স্পেন।

এক নজরে দেখে নেওয়া যাক স্পেন-সুইডেনের হেড টু হেড রেকর্ড। এই নিয়ে স্পেন ও সুইডেনের ১৪ বার মুখোমুখি হয়েছে। স্পেন জিতেছে ৬ বার, সুইডেন জিতেছে ৩ বার। ম্যাচ অমীমাংসিত ৫ বার। ২০১৯ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ সাক্ষাৎের ফলাফল ১-১।

সুইডেন এ বারের ইউরোয় আন্ডারডগ। প্রথম ম্যাচেই স্পেনকে চমকে দিতে তৈরি ফর্সবার্গরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলমহল।

আরও পড়ুন: Euro 2020: জয় দিয়ে ইংল্যান্ডের ইউরো অভিযান শুরু, ত্রাতা স্টার্লিং