Diwali 2021: দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী বললেন কোহলি-সচিন-মীরাবাঈরা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 04, 2021 | 6:20 PM

জেনে নিন দীপাবলিতে ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তায় কী লিখলেন এই তারকা ক্রীড়াবিদরা...

Diwali 2021: দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী বললেন কোহলি-সচিন-মীরাবাঈরা?
Diwali 2021: দীপাবলির শুভেচ্ছা বার্তায় কী বললেন কোহলি-সচিন-মীরাবাইরা? (ছবি সৌ-টুইটার)

Follow Us

কলকাতা: আজ দীপাবলি (Diwali)। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। তবে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেই পালিত হচ্ছে দীপাবলি। এই শুভ দিনে ক্রীড়াবিদরাও তাঁদের ভক্তদের দীপাবলির শুভেচ্ছা (Diwali Wishes) জানিয়েছেন। সেই তালিকায় ভারতীয় ক্রিকেটের সম্পদ সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি, স্মৃতি মান্ধানাসহ রয়েছেন একাধিক ক্রীড়াবিদ। জেনে নিন দীপাবলিতে ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তায় কী লিখলেন এই তারকা ক্রীড়াবিদরা…

ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে লেখেন, “আলোর উৎসব আপনার জীবনকে আনন্দ এবং সুখ দিয়ে আলোকিত করুক। শুভ দীপাবলি।”

এই দীপাবলিতে ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) মানবিকতার পরিচয় দিলেন। অসমের (Assam) করিমগঞ্জ জেলার মাকুন্ডা ক্রিশ্চিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা (neonatal intensive care) করার জন্য রেটিনাল ক্যামেরা (retinal camera) দান করেছেন মাস্টার ব্লাস্টার। তার জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেন মাকুন্ডা হাসপাতালের কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান ডঃ শাজিন এমডি। সেই টুইটের উত্তরে সচিন লেখেন, “দীপাবলি হল আলোর উৎসব এবং প্রতিটি শিশুর এটি অনুভব করা উচিত। মাকুন্ডা হাসপাতালে আপনার কাজের মাধ্যমে আশা করি এই উদ্যোগটি নিশ্চিত করবে যে শিশুদের দৃষ্টিশক্তির উপহার রয়েছে। শুভ কামনা!”

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তলক মীরাবাঈ চানু দীপাবলি উপলক্ষ্যে দুটি টুইট করেন। একটিতে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান।

চানু তাঁর দ্বিতীয় টুইটে লেখেন, “বিএসএফ ইন্ডিয়ার সীমপাহারিদের দীপাবলির শুভকামনা। যারা আমাদের সীমানা ২৪x৭ রক্ষা করছে এবং দেশকে রক্ষা করছে, যাতে আমরা আমাদের উৎসব উদযাপন করতে পারি। পুরো জাতি আপনাদের সেবার জন্য ঋণী। জয়হিন্দ।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর দীপাবলির শুভেচ্ছাবার্তায় লেখেন, “এই দীপাবলি আমাদের দেশে অপার সুখ নিয়ে আসুক এবং আমরা যেন সমৃদ্ধির পথে এগিয়ে যাই! সকলকে দীপাবলির শুভেচ্ছা!”

দীপাবলির শুভেচ্ছা বার্তায় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না লেখেন, “এই শুভ উপলক্ষে, আপনাকে এবং আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাই। আসুন এই উৎসবকে অর্থবহ করে তুলি এবং চারিদিকে আনন্দ ছড়িয়ে দিই। একটি নিরাপদ দীপাবলি কাটান।”

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল টুইটারে দীপাবলির শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে লেখেন, “আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা জানাই! এই দীপাবলি আপনার জীবনকে স্বাস্থ্য, সম্পদ এবং সুখ দিয়ে আলোকিত করুক।”

ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা আলোর উৎসবে সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লেখেন, “আপনার জীবন আজকের মতো উজ্জ্বল হোক! সবাইকে খুব সুখী এবং সমৃদ্ধ দীপাবলির শুভেচ্ছা। শুভ দীপাবলি।”

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, “সকলকে দীপাবলির শুভেচ্ছা।”

তবে শুধু ক্রীড়াবিদরাই দীপাবলির শুভেচ্ছা জানায়নি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকেও টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানানো হয়েছে। “শুভ দীপাবলি। আমাদের সমস্ত অনুরাগীদের আলোর উৎসবের শুভেচ্ছা। এই উদযাপন আপনার জীবনে শান্তি ও সুখ নিয়ে আসুক।”

আরও পড়ুন: Australia vs Bangladesh Live Score, T20 World Cup 2021: লক্ষ্য ৭৪, রান তাড়া করতে নেমে পড়ল অজিরা

Next Article