ভারতীয় ফুটবলকে বাঁচান, ফিফার দ্বারস্থ সুনীলরা!
খেলোয়াড়রা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছেন। একযোগে এই আবেদন করেছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান সহ আইএসএল খেলা একাধিক ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তাঁরা জানান, দীর্ঘদিনের এই বিলম্ব খেলোয়াড়দের মধ্যে ভয় এবং হতাশা তৈরি করেছে।

ইন্ডিয়ান সুপার লিগের বল নতুন বছরে গড়াবে কিনা, এখনও অনিশ্চিত। ভারতীয় ফুটবলের ভবিষ্য়ৎ নিয়ে চিন্তিত দেশের ফুটবলাররা। আর তাই ফিফার কাছে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন প্লেয়াররা। কবে লিগ শুরু হবে, তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা নেই। টালবাহানার মাঝে পড়ে কার্যত দিশেহারা হয়ে গিয়েছেন ফুটবলাররা। খেলোয়াড়রা বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার দ্বারস্থ হয়েছেন। একযোগে এই আবেদন করেছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান সহ আইএসএল খেলা একাধিক ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তাঁরা জানান, দীর্ঘদিনের এই বিলম্ব খেলোয়াড়দের মধ্যে ভয় এবং হতাশা তৈরি করেছে।
ভিডিওতে গুরপ্রীত বলেন, “নতুন বছরের জানুয়ারি মাসের এই সময়টাতে আমাদের আইএসএলের ম্যাচ খেলার কথা। অথচ সে সুযোগ নেই। আমরা হতাশায় এমন বলতে বাধ্য হচ্ছি।” সন্দেশ ঝিঙ্গান যোগ করেন, “আমরা জানি পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু এখন আর চুপ করে থাকা সম্ভব নয়।” ফুটবলারদের স্পষ্ট বক্তব্য, ফেডারেশন দেশের ফুটবলের ভবিষ্যৎ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। যৌথভাবে ফুটবলাররা বলেন, “আমরা আজ শেষ আবেদন জানাচ্ছি। এআইএফএফ ভারতীয় ফুটবলে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। তাই আমরা ফিফার কাছে অনুরোধ করছি—হস্তক্ষেপ করুন, ভারতীয় ফুটবলকে বাঁচান।”
লিগ শুরু না হওয়ায় ক্লাবগুলি আর্থিক ভাবে ভেঙে পড়েছে। ১৪টি আইএসএল ক্লাবের মধ্যে ১৩টি ক্লাব ইতিমধ্যে এআইএফএফকে জানিয়েছে তাদের আর্থিক সমস্যার কথা। আইএসএল এখনও শুরু না হওয়ার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলা নিয়েও সমস্য়া হতে পারে। সব মিলিয়ে, ভারতীয় ফুটবল গভীর সঙ্কটের মুখে দাঁড়িয়ে। আর সেই সঙ্কট থেকে মুক্তির আশায় এবার ফিফার দ্বারস্থ হলেন দেশের শীর্ষ ফুটবলাররা।
