লন্ডন: নিজের পায়ে হাঁটাটাই এখন একমাত্র লক্ষ্য কিংবদন্তি গল্ফারের (Golfer)। গাড়ি দুর্ঘটনায় বাঁ পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন টাইগার উডস (Tiger Woods)। অস্ত্রোপচারে (Surgery) স্টিলের পাতও বসাতে হয় পায়ে। তার পর থেকে রিহ্যাব করছেন টাইগার। তবে আগের থেকে অনেকটাই ভালো হলেও এখনও হাঁটতে পারছেন না নিজের পায়ে ভর করে।
টাইগার বলেছেন, ‘আপাতত ফিজিক্যাল থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছি। যে রুটিন রয়েছে, সেটা কঠোর ভাবে মেনে চলেছি। তবে তাড়াহুড়ো করছি না।’
গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম কোনও সাক্ষাত্কার (Interview) দিয়েছেন তিনি। গত কয়েক বছরে পর পর অস্ত্রোপচার করাতে হয়েছে টাইগারকে। তার উপর এই দুর্ঘটনা, বেশ চাপে পড়ে গিয়েছেন গল্ফার। তাঁর কথায়, ‘আমি সব মিলিয়ে এখন একদম অন্যরকম একটা পশুর মতো হয়ে গিয়েছি। আমার অতীতের চোটগুলোর জন্য আরও বেশি করে রিহ্যাব করতে হচ্ছে। তবে, এই প্রক্রিয়াটা অত্যন্ত যন্ত্রণাদায়ক।’
ডান পায়ে এখনও বিশেষ একটা বুট পরতে হয়। ক্র্যাচ ছাড়া এখনও হাঁটতে পারছেন না। সম্প্রতি একটা ছবিও পোস্ট করেছেন ইন্সটাতে। যা নিয়ে টাইগারের মন্তব্য, ‘ওই ছবিটাতেই বোঝা যাচ্ছে যে, ক্র্যাচের জন্য আমার কাঁধ এখন বড় হয়ে গিয়েছে। তবে এর মধ্যেও যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করছি। আপার বডির এক্সারসাইজ অবশ্য করছি। যত তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চাই।’
দুর্ঘটনার পর বিভিন্ন মহলের মানুষজন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। যা অভিভূত করেছিল টাইগারকে। ‘গল্ফ ও গল্ফরে বাইরে অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন। মেসেজ করেছিলেন। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’