TOKYO OLYMPICS 2020: ৪১ বছরের খরা কাটিয়ে শেষ চারে ওঠার হাতছানি ভারতের

Summer Olympics 2020: অতীত মনে রাখতে চাইছেন না মনপ্রীতরা। বিশ্বের ৩ নম্বররা আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান।

TOKYO OLYMPICS 2020: ৪১ বছরের খরা কাটিয়ে শেষ চারে ওঠার হাতছানি ভারতের
TOKYO OLYMPICS 2020: ৪১ বছরের খরা কাটিয়ে শেষ চারে ওঠার হাতছানি ভারতের (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2021 | 5:27 PM

টোকিও: গত ৪১ বছরে যা হয়নি, এ বার সেই স্বপ্নই দেখাচ্ছে ভারতীয় হকি দল (Indian Men’s Hockey Team)। অলিম্পিকের (Olympics) মঞ্চে হকির আসরে ভারতের গৌরবগাথা ইতিহাস রয়েছে। কিন্তু সেই ইতিহাস এখন অতীত। ৪১ বছর আগে শেষ বার হকি সোনা জেতে ভারত। তারপর শুধুই ব্যর্থতা। ৪১ বছরে হকির সেমিফাইনালেও উঠতে পারেনি ভারত। এ বার সেই খরা কাটানোর পালা। মনপ্রীত, রুপিন্দর পাল সিং, সিমরনজিতদের দেখে আশায় বুক বাঁধছে ১৫০ কোটির দেশবাসী।

রবিবার মনপ্রীতদের সামনে গ্রেট ব্রিটেন। প্রতিপক্ষকে হারালেই মিলবে শেষ চারের টিকিট। গত ৪১ বছরে যা হয়নি, তাই করে দেখাতে চান সিমরনজিত্‍রা। পদকের আরও কাছে পৌঁছানোই প্রাথমিক লক্ষ্য হার্দিকদের।

১. ১৯৪৮ অলিম্পিক ফাইনালে মুখোমুখি হয় ভারত-গ্রেট ব্রিটেন ২. গ্রেট ব্রিটেনকে হারিয়ে প্রথম সোনা জয় স্বাধীন ভারতের ৩. ১৯৫২ ও ১৯৬০ অলিম্পিকের নকআউটে গ্রেট ব্রিটেনকে হারায় ভারত ৪. ১৯৭২ অলিম্পিকের গ্রুপ পর্বে গ্রেট ব্রিটেনকে ৫-০ হারায় ভারত

২০১৮ কমনওয়েলথ গেমসের গ্রুপ পর্বে গ্রেট ব্রিটেনকে ৪-৩ হারায় ভারত। কিন্তু ব্রোঞ্জ পদক ম্যাচে এই গ্রেট ব্রিটেনের কাছেই হারতে হয় ভারতকে। অলিম্পিকে ভারতের সাফল্য ঈর্ষণীয় হলেও গ্রেট ব্রিটেনের সাফল্য সে রকম নেই। ১৯৮৮ সিওল অলিম্পিকে শেষ বার পদক জেতে গ্রেট ব্রিটেন। ২০১২ লন্ডন অলিম্পিকে পদক জয়ের কাছাকাছি পৌঁছলেও ব্রোঞ্জ মেডেল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।

অতীত মনে রাখতে চাইছেন না মনপ্রীতরা। বিশ্বের ৩ নম্বররা আত্মবিশ্বাসকে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান। চলতি অলিম্পিকে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ হারের ধাক্কাই প্রত্যাবর্তন করেছেন রুপিন্দররা। অলিম্পিকে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত। সেই ধারা বজায় রেখেই পদকের আরও কাছে পৌঁছতে চান মনপ্রীতরা।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০