Tokyo Olympics 2020: মেয়েদের বক্সিংয়ের শেষ আটে লভলিনা, পদকের আশায় ভারত
Summer Olympics 2020: ম্যাচের শুরু থেকেই জার্মান প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখেছিলেন লভলিনা।
টোকিও: বক্সিংয়ে (Boxing) মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগের (৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বোরগোহিন (Lovlina Borgohain)। মঙ্গলবার টোকিওয় শুটাররা যেখানে ব্যর্থ, সেখানে আশা জাগালেন লভলিনা। জার্মানির নাদিন আপেৎজকে ৩-২ ব্যবধানে হারালেন অসমের মেয়ে। ম্যাচের শুরু থেকেই জার্মান প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখেছিলেন লভলিনা।
প্রথম রাউন্ডে রক্ষণাত্মক ভঙ্গিতে বাউট শুরু করেন লভলিনা। দ্বিতীয় রাউন্ডে আক্রমণে ওঠেন তিনি। প্রথম রাউন্ডে তিন বিচারক ভারতীয় বক্সারকেই এগিয়ে রাখেন। অন্য দু’জন রায় দেন জার্মান বক্সারের পক্ষে। দ্বিতীয় রাউন্ডেও তিনজন বিচারক এগিয়ে রাখেন লভলিনাকে। তৃতীয় রাউন্ডেও তিনজন বিচারককে পাশে পান ভারতীয় তারকা।
.@LovlinaBorgohai advances to the last 8 after a split decision win over Germany's Apetz. We wish her the best in the next bouts coming up! ?#boxing #Tokyo2020 #Olympics #Cheer4India pic.twitter.com/q01ZEQDS1z
— SAIMedia (@Media_SAI) July 27, 2021
লভলিনার থেকে নাদিন বয়সে ১২ বছরের বড়। নাদিন জার্মানির প্রথম মহিলা বক্সার যিনি অলিম্পকে যোগ্যতা অর্জন করেছেন। প্রথম ম্যাচে বাই পেয়েছিলেন ভারতের লভলিনা। সব মিলিয়ে আজকের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন অসমের মেয়ে লভলিনা। পদক থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি। তাঁকে ঘিরে ইতিমধ্যেই দ্বিতীয় পদক জয়ের আশা করতে শুরু করেছে দেশবাসী। এর আগে টোকিওয় মেয়েদের বক্সিংয়ের প্রথম ম্যাচে জয় পেয়েছেন মেরি কম (Mary Kom)। কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন মেরি কম।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওয় সৌরভদের ব্যর্থতা, কোচেদের দিকে উঠছে আঙুল