WTC Final 2021: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে উজ্জ্বল যে ৫ ভারতীয় বোলার

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: raktim ghosh

Jun 17, 2021 | 9:13 PM

এক নজরে দেখে নেওয়া যাক, গত ২ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতের সেরা ৫ উইকেটশিকারি।

WTC Final 2021: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে উজ্জ্বল যে ৫ ভারতীয় বোলার
ফাইল চিত্র

Follow Us

সাউদাম্পটন: আইসিসির (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল হচ্ছে ইংল্যান্ডে (England)। যা ফাইনালে ওঠা দুই দলের জন্যই নিরপেক্ষ ভেনু। গত ২ বছর ভারতীয় দল বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেট খেলেছে। ভারত মোট ১৭টি ম্যাচে খেলে ৫২০ পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে WTC ফাইনালে। ঘরের মাঠে ও বিদেশের মাঠে দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি বিশ্বমানের বোলিংয়েও ভর করে টিম ইন্ডিয়া পৌঁছে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final)। এক নজরে দেখে নেওয়া যাক, গত ২ বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতের সেরা ৫ উইকেট শিকারি।

রবিচন্দ্রন অশ্বিন

১. রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) – ১৩ ম্যাচে খেলে ২৪ ইনিংসে মোট ৬৭টি উইকেট নিয়ে, টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ইশান্ত শর্মা

২. ইশান্ত শর্মা (Ishant Sharma) – ১১ ম্যাচে খেলে ২০ ইনিংসে মোট ৩৬টি উইকেট নিয়ে, টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের তারকা পেসার ইশান্ত শর্মা।

মহম্মদ শামি

৩. মহম্মদ শামি (Mohammed Shami) – ১০ ম্যাচে খেলে ১৮ ইনিংসে মোট ৩৬টি উইকেট নিয়ে, টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি।

জশপ্রীত বুমরা

৪. জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) – ৯ ম্যাচে খেলে ১৭ ইনিংসে মোট ৩৪টি উইকেট নিয়ে, টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা।

উমেশ যাদব

৫. উমেশ যাদব (Umesh Yadav) – ৭ ম্যাচে খেলে ১৪ ইনিংসে মোট ২৯টি উইকেট নিয়ে, টিম ইন্ডিয়ার সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতের তারকা পেসার উমেশ যাদব।

আরও পড়ুন: WTC Final: যে পাঁচজনের ব্যাটে সূর্যোদয় ভারতের

Next Article