কলকাতা: প্যারিস অলিম্পিকে পদক নিশ্চিত করেও বিন্দুমাত্র নিশ্চিন্তে নেই ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট (Vinesh Phogat)। মাত্র ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় অলিম্পিক থেকে বাতিল হয়েছেন বিনেশ ফোগাট। মঙ্গলবার প্যারিস গেমসে মোট ৩টি বাউটে নেমেছিলেন। তার তিনটিতেই জিতে রুপো নিশ্চিত করেছিলেন বিনেশ। তিনি প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে বাতিল হওয়ায় ভারতীয় ক্রীড়া মহলে তোলপাড় চলছে। এরই মাঝে সূত্র মারফত জানা গিয়েছে, ডিহাইড্রেশন হওয়ার কারণে বিনেশ ফোগাটকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
ফাইনালের যোগ্যতা অর্জন করার পর বিনেশ ফোগাটের ২ কেজি ওজন হঠাৎ করেই বেড়ে যায়। তিনি তাই মঙ্গলবার সারা রাত ধরে সব রকমের চেষ্টা করেন ওজন কমানোর। যোগাসন, স্কিপিং, সাইক্লিং কোনও কিছুই বাদ দেননি বিনেশ। সারা রাত জেগে কাটান ভারতীয় কুস্তিগির। এতেই শেষ নয়, এমনও জানা যাচ্ছা বিনেশ ফোগাটের কোচ, সাপোর্ট স্টাফরা তাঁর ওজন কমানোর জন্য চুলও কাটিয়ে দেন। বুধবার সকালে যখন এরপর তাঁর ওজন করা হয়, সেই সময় দেখা যায় তাঁর ওজন ৫০ কেজি ১০০ গ্রাম। এই পরিস্থিতিতে বিনেশ অলিম্পিক ফাইনালে নামার আগে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ থেকে বাদ পড়লেন।
মঙ্গলবার প্রচুর পরিশ্রম করেছেন বিনেশ ফোগাট। একে তিনটে ম্যাচ। তার উপর রাতে ওজন কমানোর জন্য যা যা করা সম্ভব, তিনি তা-ই করেন। জানা গিয়েছে, বুধবার তিনি ডিহাইড্রেশন হওয়ার কারণে মাথা ঘুরে পড়ে যান। বিনেশ ফোগাটকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁকে ফ্লুইড দেওয়া হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইওএ প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে পরবর্তী স্তরে যা করা যায়, সেটি করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।