অক্ষর যে কোনও ব্যাটসম্যানের কাছেই ত্রাস: কোহলি
অক্ষরের খেলায় মুগ্ধ কোহলি বলেন, 'জাদেজা চোট পাওয়ায় ইংল্যান্ড হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু তারপরই এই ছেলেটা আমাদের দলে এল। যার ডেলিভারি অনেক দ্রুত এবং অনেক উঁচু থেকে বল করতে পারে। ঠিক জায়গায় বল রাখতে পারে। কঠিন পরিশ্রমের ফল এটা। অক্ষরের এই পরিশ্রমকে কুর্নিশ জানাই। ওকে খেলাটা যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই কঠিন।
আমদাবাদ: মোতেরা টেস্টে ইংল্যান্ডের ইনিংসকে কার্যত একাই শেষ করে দিয়েছেন। দুটো ইনিংস মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। পৌনে দু’দিনেই শেষ ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট। অশ্বিনের সঙ্গে অক্ষরের জুটি শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটে। মাত্র ২টো টেস্ট খেলে ১৯ উইকেট নিয়ে ফেলেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ২৭ বছরের বাঁ-হাতি স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুন: অশ্বিন-অক্ষরে গর্বিত আমরা, বলছেন বিরাট
রবীন্দ্র জাদেজা চোট পাওয়ায় টেস্টে দরজা খোলে অক্ষরের প্যাটেলের (Axar Patel)। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন। ম্যাচ শেষে অক্ষরের খেলায় মুগ্ধ কোহলি বলেন, ‘জাদেজা চোট পাওয়ায় ইংল্যান্ড হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু তারপরই এই ছেলেটা আমাদের দলে এল। যার ডেলিভারি অনেক দ্রুত এবং অনেক উঁচু থেকে বল করতে পারে। ঠিক জায়গায় বল রাখতে পারে। কঠিন পরিশ্রমের ফল এটা। অক্ষরের এই পরিশ্রমকে কুর্নিশ জানাই। ওকে খেলাটা যে কোনও ব্যাটসম্যানের পক্ষেই কঠিন। ওর বল সুইপ করাও যেমন কঠিন, তেমনই ডিফেন্ড করাও শক্ত। যে কোনও উইকেটেই ও ব্যাটসম্যানদের কাছে বিপজ্জনক।’
অক্ষর প্যাটেলের অনবদ্য পারফরম্যান্সের ভূয়ষী প্রশংসা করেন রোহিত শর্মাও। তিনি বলেন, ‘এগারো জনের দলে জায়গা করে নেওয়ার কাজটা মোটেও সহজ নয়। চোটের জন্য প্রথম ম্যাচে ছিটকে গিয়েছিল ও। তবে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছে। পরিস্থিতি বুঝে জায়গা মতো ও বল করতে পারে। ওর বোলিং অ্যাকশন দেখে ব্যাটসম্যানরা ধন্ধে পড়ে যায়।’