AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফুটবল ছেড়ে ক্রিকেটে হ্যারি কেন! যোগ দেবেন বিরাটের দলে?

একটি ইন্ডোর ম্যাচে নিজের ব্যাটিংয়ের ভিডিও তুলে টুইটারে পোস্ট করেছেন হ্যারি কেন (Harry Kane)। আর সেখানেই চমক।

ফুটবল ছেড়ে ক্রিকেটে হ্যারি কেন! যোগ দেবেন বিরাটের দলে?
বিরাট কোহলি ও হ্যারি কেন। (সৌজন্যে-টুইটার)
| Updated on: Nov 28, 2020 | 1:30 PM
Share

TV9 বাংলা ডিজিটাল : ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে নাম লেখাতে চলেছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেন (Harry Kane) ! তাও আবার আইপিএলে (IPL) বিরাটের দল আরসিবিতে ট্রায়াল দেবেন তিনি? নিজের টুইটারে এমনই ইচ্ছের কথা জানিয়েছেন হ্যারি। তবে সবটাই মজার ছলে। টটেনহ্যাম ফুটবলারদের মধ্যে ক্রিকেটের উন্মাদনা তুঙ্গে, অনুশীলনের ফাঁকে মাঝে মাঝেই ব্যাট বল হাতে নেমে পরছেন ডেলে আলিরা। তেমনই একটি ইন্ডোর ম্যাচে নিজের ব্যাটিংয়ের ভিডিও তুলে টুইটারে পোস্ট করেছেন হ্যারি। আর সেখানেই চমক। বিরাট কোহলি (Virat Kohli) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দলকে ট্যাগ করে, টটেনহ্যামের স্ট্রাইকারের প্রশ্ন, আগামী বছরের আইপিএলে আরসিবিতে তাঁর জায়গা হবে?

সেই টুইট দেখে বিরাট কোহলিও মজার ছলেই উত্তর দিলেন, “আমরা তোমাকে কাউন্টার অ্যাটাকিং ব্যটসম্যান হিসেবে নিতে পারি”।

বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উত্তরে লিখেছে, “হ্যারি তোমার জন্য ১০ নম্বর জার্সি রিজার্ভ করছি।”

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ৯ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। এই প্রিমিয়ার লিগে ৭টি গোল করে বেশ ভাল ফর্মেই আছেন হ্যারি। তাই ফুটবলের পাশাপাশি ব্যাট হাতে নিজের ক্রিকেট প্রতিভা ঝালিয়ে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক।