করোনায় বাতিল কুস্তিগিরদের অলিম্পিক শিবির

বিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়া (Bajrang Punia), রবি দাহিয়া, দীপক পুনিয়া সহ সমস্ত প্রথম সারির কুস্তিগিরদের ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা ছিল।

করোনায় বাতিল কুস্তিগিরদের অলিম্পিক শিবির
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: May 16, 2021 | 2:07 PM

নয়াদিল্লি: ঠিক ছিল অলিম্পিকের (Olympics) জন্য সোনেপতে ট্রেনিং করবেন আজ ভারতীয় কুস্তিগির (Indian wrestler)। কিন্তু করোনার (COVID-19) কারণে তা বাতিল হয়ে গেল। এই পরিস্থিতিতে ইউরোপের কিছু শহরকে ট্রেনিংয়ের জন্য বেছে নিতে পারেন রেসলাররা। আর তার জন্য ভারতীয় রেসলিং সংস্থার তরফে তাঁদের পার্টনার বাছতে বলা হয়েছে।

বিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়া (Bajrang Punia), রবি দাহিয়া, দীপক পুনিয়া সহ সমস্ত প্রথম সারির কুস্তিগিরদের ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা ছিল। সুধু তাই নয়, আগামী জুনে পোল্যান্ডে শেষ র‍্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ার কথা। সেখান থেকেও কেউ কেউ টোকিও গেমসের টিকিট পেতে পারেন। অলিম্পিকের আগে সবারই সোনেপতে প্রস্তুতি নেওয়ার কথা। রেসলিং ফেডারেশনের সচিব বিনোদ টোমারের কথায়, ’১৪ দিনের কোয়ারান্টিনের কারণে আপাতত আমাদের জাতীয় শিবির বাতিল করতে হচ্ছে। যা পরিস্থিতি, তাতে কুস্তিগিররা যদি নিজেদের আখাড়াতেই ট্রেনিং নেয়, তা হলেই ভালো করবে। তার পর না হয় পোল্যান্ডে যাবে। সেই সঙ্গে প্রথম সারির রেসলারদের ইউরোপে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। যাতে অলিম্পিকের জন্য তৈরি হতে পারে ওরা।‘

এরই মধ্যে আবার সুমিত মালিকের চোট এখনও সারেনি। যা কিছুটা হলেও চাপে রেখেছে ফেডারেশনকে। তবে টোমারের সাফ মন্তব্য, ‘আমরা ওর খবর সব সময় রাখছি। ওর চোট থেকে সেরে উঠছে ধীরে ধীরে। আশা করছি আগামী দশ দিনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যাবে। তা যদি হয়, ও-ও বিদেশে ট্রেনিং নিতে পারবে।’

আরও পড়ুন: মরসুম শেষ হলেই রিয়াল ছাড়বেন জিদান?