AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুয়ার্দিওলার কোচিং তত্ত্বেই অবিস্মরণীয় সাফল্য ম্যান সিটির

অনেকেই সিটি টিমে নতুন প্রজন্মের উত্থান দেখছে বিশ্ব ফুটবল। গত চার বছরে তিনবার ইপিএল জয় ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City)।

গুয়ার্দিওলার কোচিং তত্ত্বেই অবিস্মরণীয় সাফল্য ম্যান সিটির
গুয়ার্দিওলার কোচিং তত্ত্বেই অবিস্মরণীয় সাফল্য ম্যান সিটির
| Updated on: May 12, 2021 | 4:49 PM
Share

লন্ডন: ১০ বছরে পাঁচবার ইপিএল (EPL) খেতাব। ম্যাঞ্চেস্টার সিটি ইংল্যান্ডের ক্লাব ফুটবলে যেন নতুন বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে। যার মধ্যে আবার গত চার মরসুমে তিনবার ইপিএল চ্যাম্পিয়ন (English premier league)। লেস্টারের কাছে ম্যান ইউ হারতেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) কোচিংয়ে অবিশ্বাস্য উত্থান তাঁর টিমের। এ বার গুয়ার্দিওলার টিম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠে পড়েছে। যদি ট্রফি জিততে পারে সিটি, নতুন রেকর্ড করে ফেলবে।

অনেকেই সিটি টিমে নতুন প্রজন্মের উত্থান দেখছে বিশ্ব ফুটবল। গত চার বছরে তিনবার ইপিএল জয় ম্যাঞ্চেস্টার সিটির। কেভিন ডি ব্রুয়েন, কাইল ওয়াকার, বের্নার্দো সিলভা, রিয়াদ মাহরেজ ও এডারসনের মতো তারকারা আছেন। পাশাপাশি রুবেন ডায়াস, ফিল ফডেন, জোয়াও কানসেলোদের মতো তরুণরা ঝলমলে হয়ে উঠেছেন। পেপ গুয়ার্দিওলার সিটি আগামী দিনে বিশ্ব ফুটবল শাসন করবে, বলছেন বিশেষজ্ঞরা। কোচ গুয়ার্দিওলার কোচিং তত্ত্ব, টিমের ভারসাম্য, জয়ের খিদে, স্বপ্ন তাড়া করা— অনেক কিছুই উঠে আসছে আলোচনায়।

সিটির এই চমকপ্রদ সাফল্যের পিছনে কারণ কী কী?

লেস্টার সিটির কাছে ইপিএলের প্রথম ম্যাচেই ২-৫ হেরেছিল সিটি। তখন মনে হয়েছিল, পেপের টিমের মারাত্মক ভরাডুবি হতে চলেছে। কিন্তু পরিস্থিতি দ্রুত সামলে নিয়েছিলেন গুয়ার্দিওলা। পর্তুগালের স্টপার রুবেন ডায়াসের সংযুক্তি চিন্তামুক্ত করেছিল সিটিকে কোচকে। জন স্টোনের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে উঠেছিল রুবেনের। এই দু’জন মিলেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১০টা লিগের ম্যাচে মাত্র ২টো গোল খেয়েছিলেন। যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দিয়েছিল গুয়ার্দিওলার।

টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডই এ বারের ইপিএলে সিটিকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। সারা বিশ্বের মতো ইংল্যান্ডেও তখন করোনার ব্যাপক প্রভাব। তার মধ্যে এভার্টনের বিরুদ্ধে বছরের প্রথম ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল সিটির। ট্রেনিংও বন্ধ হয়ে গিয়েছিল। তাও নিজের টিমের উপর আস্থা হারাননি গুয়ার্দিওলা। এক সপ্তাহ পর চেলসির বিরুদ্ধে যে ম্যাচ খেলতে গিয়েছিল সিটি, তাতে মাত্র ১৫ ফুটবলার পেয়েছিলেন গুয়ার্দিওলা। কিন্তু ওই ম্যাচে মরসুমের সেরা পারফরম্যান্স তুলে ধরেছিল স্প্যানিশ কোচের টিম। প্রথম ৩৪ মিনিটে চেলসিকে ৩ গোল দিয়েছিল সিটি।

এই লিগ সিটির কাছে নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। ইপিএলে এ বারই ১৮ বছর পর লিভারপুলের ঘরের মাঠে গিয়ে জয় পেয়েছিল সিটি। ৪-১ জেতা ওই ম্যাচই বিপক্ষকে তো বটেই, লিগ টেবলেরও দখল এনে দিয়েছিল সিটিকে।

বার্সেলোনার কোচ থাকাকালীন চার বছরে ১৪টা ট্রফি দিয়েছিলেন পেপ। মেসিদের বিশ্বের সেরা টিম করে তুলেছিলেন। তাঁর ওই সাফল্যের পর বার্সা থেকে সরে গিয়েছিলেন পেপ। নতুন কিছু করার আকাঙ্খায়। আসলে কোচ শুধু ফুটবল ছকের জন্ম দেন না, তুলে আনেন এক নতুন প্রজন্ম। সিটিতে পা রেখে সেটাই করার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: দামি ফুটবলারদের তালিকায় অবাক উত্থান হালান্ডের

বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বাংলাদেশে পা দিয়েই প্রথমে কী করলেন তারেক রহমান?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
বড়দিনে হাড় জমিয়ে দিল শীত! আর কত নামবে তাপমাত্রা?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
সকাল থেকে কীসের জন্য পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
যাকে এত ভরসা করেছিলেন ইউনূস, সেই সরে গেলেন! এবার কী হবে?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
আইন-শৃঙ্খলার বালাই নেই, বাংলাদেশে সুরক্ষিত থাকবেন তো তারেক রহমান?
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার