AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wimbledon Prize Money : ২৪০০০০০০০ টাকা আয়? স্রেফ উইম্বলডন জিতলে জোকার পাবেন এই টাকা! আইপিএল ধারেকাছে নেই

উইম্বলডনের প্রথম রাউন্ডের প্রতিযোগী থেকে চ্যাম্পিয়ন --- সকলের জন্যই থাকছে আর্থিক পুরস্কার। অর্থাৎ প্রথম রাউন্ড থেকে কোনও প্লেয়ার বিদায় নিলে তিনিও খালি হাতে ফিরবেন না। কারণ আসন্ন উইম্বলডনের কোয়ালিফাইং পর্বের প্রাইজ মানি বাড়ানো হয়েছে ১৪.৫ শতাংশ।

Wimbledon Prize Money : ২৪০০০০০০০ টাকা আয়? স্রেফ উইম্বলডন জিতলে জোকার পাবেন এই টাকা! আইপিএল ধারেকাছে নেই
২৪০০০০০০০ টাকা আয়? স্রেফ উইম্বলডন জিতলে জোকার পাবেন এই টাকা! আইপিএল ধারেকাছে নেই
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 3:49 PM
Share

নয়াদিল্লি : বিশ্বের সবচেয়ে ধনী খেলার তালিকায় প্রথমেই আসবে ফুটবল। তারপর রয়েছে বাস্কেটবল, টেনিস, ক্রিকেটের মতো একাধিক খেলা। দিনদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও বিরাট জনপ্রিয় হচ্ছে। আর ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকার ছড়াছড়ি। এই তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কোটিপতি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা দেশ-বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের বিজয়ী দলের থেকে বেশি আর্থিক পুরস্কার পায়। তবে এই আইপিএলের (IPL) পুরস্কার মূল্য আর উইম্বলডনের (Wimbledon) পুরস্কার মূল্যের মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক। আগামী ৩ জুলাই শুরু হতে চলেছে উইম্বলডন। এ বারের উইম্বলডনের সবচেয়ে বড় আকর্ষণ হল পুরস্কার মূল্য। গত বারের তুলনায় সব মিলিয়ে এ বারের উইম্বলডনের প্রাইজ মানি বেড়েছে ১১.২ শতাংশ। আইপিএলের চ্যাম্পিয়নদের থেকে কতগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে উইম্বলডনের চ্যাম্পিয়নরা? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

উইম্বলডনের প্রথম রাউন্ডের প্রতিযোগী থেকে চ্যাম্পিয়ন — সকলের জন্যই থাকছে আর্থিক পুরস্কার। অর্থাৎ প্রথম রাউন্ড থেকে কোনও প্লেয়ার বিদায় নিলে তিনিও খালি হাতে ফিরবেন না। কারণ আসন্ন উইম্বলডনের কোয়ালিফাইং পর্বের প্রাইজ মানি বাড়ানো হয়েছে ১৪.৫ শতাংশ। অর্থাৎ এ বারের উইম্বলডনের প্রথম রাউন্ডে কেউ বিদায় নিলে অন্তত ৫৫ হাজার পাউন্ডের প্রাইজ মানি নিয়ে বাড়ি ফিরবেন। এই অর্থ গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়নের জন্য ২০১৯ সালের মতোই আর্থিক পুরস্কার থাকছে এ বারের উইম্বলডনে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাবেন ২.৩৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪ কোটি টাকা। চলতি বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাবেন ১.১৭৫ মিলিয়ন পাউন্ড। যা ভারতীয় মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি। উল্লেখ্য, ২০২১ সালে প্রাইজ মানি কমে গিয়েছিল ১.৭ মিলিয়ন পাউন্ডে। ২০২২ সালে তা বেড়ে হয়েছিল ২ মিলিয়ন পাউন্ড।

আইপিএলের থেকে ১০ গুণ বেশি প্রাইজ মানি থাকছে উইম্বলডনে

ভারতের জনপ্রিয় লিগ আইপিএলের মোট প্রাইজ মানি ৪৬.৫ কোটি টাকা। আর উইম্বলডনের প্রাইজ মানি ৪৬৫ কোটি টাকা। অর্থাৎ আইপিএলের থেকে উইম্বলডনের প্রাইজ মানি প্রায় ১০ গুণ বেশি। আইপিএলে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ২০ কোটি টাকা। আর উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন যিনি হবেন তিনি পাবেন ২৪ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে উইম্বলডনের আর্থিক পুরস্কার ঠিক কতটা আকর্ষণীয়।