এ বার চোটে ফরাসি ওপেনে নেই বার্টি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 03, 2021 | 7:39 PM

চোটে কাবু অ্যাশলি প্রথম সেটে ১-৬ হারার পর মেডিকেল টাইম আউট নেন। তার পর ফিরে আসেন। কিন্তু দ্বিতীয় সেট চলাকালীন চতুর্থ গেমের পর আর খেলা চালিয়ে যেতে পারেননি অ্যাশলি বার্টি।

এ বার চোটে ফরাসি ওপেনে নেই বার্টি
চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যাশলি বার্টি

Follow Us

প্যারিস: চোট কোনও মতেই পিছু ছাড়ছে না অ্যাশলি বার্টির (Ashleigh Barty)। ফরাসি ওপেনের (French Open) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে, পোলান্ডের মাগদা লিনেটের (Magda Linette) সঙ্গে খেলা চলাকালীন, অ্যাশলি বার্টি কোর্ট ছেড়ে বেরিয়ে যান। তার পরই চোটের জন্যই চলতি ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। বার্টির চোটের কারণে ঘটল ফরাসি ওপেনে বড়সড় অঘটন।

চোটে কাবু অ্যাশলি প্রথম সেটে ১-৬ হারার পর মেডিকেল টাইম আউট নেন। তার পর ফিরে আসেন। কিন্তু দ্বিতীয় সেট চলাকালীন চতুর্থ গেমের পর আর খেলা চালিয়ে যেতে পারেননি অ্যাশলি বার্টি।

ইতালিয়ান ওপেনের (Italian Open) কোয়ার্টার ফাইনালের সময়, সেই টুর্নামেন্ট থেকেও চোটের কারণেই সরে দাঁড়িয়েছিলেন বিশ্বের এক নম্বর। অ্যাশলি এ বার ফরাসি ওপেন থেকে নাম তুলে নেওয়ায় সেই অর্থে মহিলাদের সিঙ্গলসে প্রথম তিনজনই রইলেন না। ২০১৮ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের তিন নম্বরে থাকা সিমোনা হালেপ চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন। বিশ্বের দু’নম্বর নাওমি ওসাকা (Naomi Osaka) সংবাদমাধ্যম বয়কট করে নাম তুলে নিয়েছেন।

বিশ্বের চার নম্বর আরিনা সাবালেঙ্কা এখন এই টুর্নামেন্টের শীর্ষ বাছাই। বেলারুশের এই টেনিস তারকা এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেননি।

আরও পড়ুন: ১৩ বছরের চিনা ফর্মুলা ওয়ান চালক কুই ইউয়ানপু

Next Article