নয়াদিল্লি: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সুশীল কুমারকে (Sushil Kumar) কি দেখা যাবে? সে সম্ভাবনা ক্রমশ কমছে। এপ্রিলের ৯-১৮ কাজাকাস্তানের অ্যালম্যাটিতে এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার (Asian Olympic qualifiers)। যেখান থেকে টোকিও গেমসের জন্য যোগ্যতা অর্জন করা যাবে। মঙ্গলবার নয়াদিল্লির কেজি সিং যাদব স্টেডিয়ামে ছিল ট্রায়াল। তাতে নামলেন না সুশীল। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে পদক জেতা কুস্তিগিরের ট্রায়াল থেকে সরে যাওয়ার পর প্রশ্ন উঠছে, টোকিও গেমস নিয়ে কি আদৌ ভাবছেন তিনি?
ট্রায়ালে কেন নামলেন না সুশীল? দুটো যুক্তি তুলে ধরেছেন সুশীল। এক, তিনি পুরোপুরি ফিট নন। দুই, ট্রায়ালে নামার জন্য যথেষ্ট প্র্যাক্টিস তিনি করেননি। ভারতীয় রেসলিং ফেডারেশনকে তিনি যে নামছেন না, তা জানিয়েও দিয়েছেন সুশীল।
আরও পড়ুন: India vs England 2021, 3rd T20, LIVE Score: মোতেরায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের
সুশীলের কথায়, ‘আমি পুরোপুরি ফিট না হলে কোনও টুর্নামেন্টে নামি না। আমি যে নামছি না, তা ফেডারেশনকে জানিয়েও দিয়েছি। সত্যি বলতে কী, গত তিন-চার মাসে আমি খুব বেশি ট্রেনিংয়ের সুযোগই পাইনি। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া নিয়েই ব্যস্ত ছিলাম। সবে আমি ট্রেনিংয়ে ফিরেছি। এই অবস্থায় জাতীয় ট্রায়ালে নামার কোনও মানে হয় না।’
৭৪ কেজি বিভাগে সুশীল না নামায় তাঁর ইভেন্টের অন্য দুই প্রতিযোগী নরসিং যাদব ও গৌরব বালিয়ানের লড়াই কিছুটা কমল। যদি নরসিং, গৌরবের মধ্যে কেউ এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার থেকে অলিম্পিকের কোটা পান, তা হলে সুশীলের আর অলিম্পিকে নামার সম্ভাবনা থাকবে না। তা না হলে, মে মাসে সোফিয়ায় বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ারে নামার সুযোগ পাবেন সুশীল।
আরও পড়ুন: ফিরে দেখা সচিনের শততম সেঞ্চুরি
২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুশীল। যে কারণে রিও অলিম্পিকে নামা হয়নি তাঁর। কিছু দিন আগে জাতীয় চ্যাম্পিয়নশিপেও একই কারণে সরে দাঁড়িয়েছিলেন সুশীল।