India vs England 2021, 3rd T20, highlights: সিরিজে লিড নিল মর্গ্যানের ইংল্যান্ড

| Updated on: Mar 16, 2021 | 11:19 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) তৃতীয় টি-২০ ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 3rd T20, highlights: সিরিজে লিড নিল মর্গ্যানের ইংল্যান্ড
সৌজন্যে-বিসিসিআই টুইটার

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে জয় ইংল্যান্ডের। সিরিজে লিড নিল মর্গ্যানের দল। ৮ উইকেটে জয়ী ইংল্যান্ড। জস বাটলার অপরাজিত ৮৩ রানে। বাটলার এ দিনের ইনিংস সাজিয়েছিলেন ৪টি ছক্কা ও ৫টি চার দিয়ে। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরেছিল টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল রোহিতদের। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে জয় তুলে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে বিরাট ফের বড় রানের ইনিংস উপহার দিলেন। ৭৭ রানে অপরাজিত বিরাট। কিন্তু বিরাটের ইনিংস ভারতকে জেতাতে পারল না।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Mar 2021 10:47 PM (IST)

    বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ সত্ত্বেও প্রার্থী বদলের সম্ভাবনা ওড়ালেন দিলীপ

    গত রবিবার বিজেপি (BJP) তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় চলছে কর্মী-সমর্থকদের বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে বিজেপি নেতাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার মত ঘটনাও ঘটেছে হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ের সামনে। যদিও অমিত শাহের জরুরি তলবে দিল্লিত যাওয়ার আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়ে দিলেন, ক্ষোভ-বিক্ষোভ থাকলেও ঘোষিত প্রার্থীদের প্রত্যাহারের সম্ভাবনা নেই। তিনি যোগ করেন, বিজেপির জেতার সম্ভাবনা বেশি বলে অনেকে প্রার্থী হতে চাইছেন। সেখান থেকেই এই বিক্ষোভ।

    বিস্তারিত পড়ুন: বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ সত্ত্বেও প্রার্থী বদলের সম্ভাবনা ওড়ালেন দিলীপ

  • 16 Mar 2021 10:33 PM (IST)

    সিরিজে লিড নিল মর্গ্যানের ইংল্যান্ড

    ৮ উইকেটে জয় ইংল্যান্ডের। ১৮.২ ওভারে জয় তুলে নিল ইংল্যান্ড।

  • 16 Mar 2021 10:00 PM (IST)

    ইংল্যান্ডের শতরান পূর্ণ

    ১১.৫ ওভারে ইংল্যান্ডের দলগত শতরান পূর্ণ।

  • 16 Mar 2021 09:48 PM (IST)

    সুন্দর ফেরালেন মালানকে

    ৯.৪ ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পতন। ওয়াশিংটন সুন্দরের বলে আউট ডেভিড মালান।

  • 16 Mar 2021 09:44 PM (IST)

    মোতেরায় বাটলারের অর্ধশতরান

    মোতেরায় তৃতীয় টি-২০ ম্যাচে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জস বাটলার।

  • 16 Mar 2021 09:28 PM (IST)

    ক্রিজে বাটলার-মালান

    ৫.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫১।

  • 16 Mar 2021 09:16 PM (IST)

    ওপেনার জেসনকে ফেরালেন চাহাল

    জেসন রয়ের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ৯ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 16 Mar 2021 08:56 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ইংল্যান্ডের ইনিংস শুরু করলেন জস বাটলার এবং জেসন রায়।

  • 16 Mar 2021 08:43 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ১৫৭

    ২০ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৫৬। শেষ বলে হার্দিকের উইকেট হারাল ভারত।

  • 16 Mar 2021 08:25 PM (IST)

    মোতেরায় বিরাটের অর্ধশতরান

    মোতেরায় বিরাট কোহলি টি-২০ কেরিয়ারের ২৭তম অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 16 Mar 2021 08:19 PM (IST)

    ভারতের শতরান পূর্ণ

    ১৬ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ।

  • 16 Mar 2021 08:14 PM (IST)

    ক্রিজে বিরাট-হার্দিক

    ১৫ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ৮৭।

  • 16 Mar 2021 08:10 PM (IST)

    শ্রেয়সের উইকেট হারাল ভারত

    মার্ক উডের বলে আউট হলেন শ্রেয়স আইয়ার। ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন তিনি।

  • 16 Mar 2021 07:54 PM (IST)

    রান আউট হলেন পন্থ

    ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলনে ঋষভ পন্থ।

  • 16 Mar 2021 07:47 PM (IST)

    ক্রিজে কোহলি-পন্থ

    ১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৫।

  • 16 Mar 2021 07:46 PM (IST)

    ভারতের অর্ধশতরান পূর্ণ

    ৯.২ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 16 Mar 2021 07:32 PM (IST)

    পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়েছে ভারত

    ৬ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২৪। ক্রিজে বিরাট-ঋষভ।

  • 16 Mar 2021 07:27 PM (IST)

    ফের উইকেট পতন ভারতের

    ঈশান কিষাণের উইকেট তুলে নিলেন ক্রিস জর্ডান।

  • 16 Mar 2021 07:22 PM (IST)

    ওপেনার রোহিতকে ফেরালেন উড

    মার্ক উডের বলে আউট হলেন রোহিত শর্মা। জোফ্রা আর্চারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রোহিত।

  • 16 Mar 2021 07:11 PM (IST)

    মার্ক উডের বলে আউট কেএল রাহুল

    ওপেনার কেএল রাহুলকে ফেরালেন মার্ক উড। পরপর তিন ম্যাচে শূন্য রানে ফিরলেন কেএল রাহুল।

  • 16 Mar 2021 07:01 PM (IST)

    দর্শকহীন মোতেরায় খেলা শুরু

    ভারতের হয়ে ইনিংস শুরু করেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 16 Mar 2021 06:38 PM (IST)

    মর্গ্যানের শততম টি-২০ ম্যাচ

    ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যানের কাছে এই ম্যাচটি স্মরণীয় হতে চলেছে। কারণ তিনি, কেরিয়ারের শততম টি-২০ ম্যাচে খেলতে নামছেন।

  • 16 Mar 2021 06:37 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দলে ফিরেছেন রোহিত শর্মা। এই ম্যাচে সূর্যকুমার যাদব খেলছেন না।

    ভারত – রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

  • 16 Mar 2021 06:36 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    দলে ফিরেছেন মার্ক উড। এই ম্যাচে খেলছেন না টম কারেন।

    ইংল্যান্ড – ইওন মর্গ্যান (অধিনায়ক), জোফ্রা আর্চার, মার্ক উড, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস।

  • 16 Mar 2021 06:35 PM (IST)

    দর্শকহীন মোতেরা

    করোনার জন্য ভারত-ইংল্যান্ড বাকি তিনটি টি-২০ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে।

  • 16 Mar 2021 06:33 PM (IST)

    টসে জিতেছেন মর্গ্যান

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইওন মর্গ্যান।

Published On - Mar 16,2021 10:47 PM

Follow Us: