Bangla News Sports Yashasvi Jaiswal score 1000 test runs and he hit 30 sixes in one calendar year
Yashasvi Jaiswal: টেস্টে জোড়া রেকর্ডে সানি-বিশ্বনাথদের সারিতে যশস্বী জয়সওয়াল
Test Cricket: দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে বর্তমানে ব্যস্ত ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। বেঙ্গালুরুতে তিনি দুই ইনিংসে করেছিলেন ১৩ ও ৩৫ রান। পুনেতে তিনি দুই ইনিংসে করেছেন ৩০ ও ৭৭ রান। টেস্ট ক্রিকেটে একসঙ্গে জোড়া রেকর্ড গড়ে গাভাসকর-বিশ্বনাথদের সারিতে ঢুকে পড়েছেন। যশস্বী জয়সওয়াল
1 / 8
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ফের এক বার রেকর্ড বুকে ঢুকে পড়েছেন। টেস্ট ক্রিকেটে তিনি যে লম্বা রেসের ঘোড়া, সেটা আরও এক বার প্রমাণ করলেন। (ছবি-পিটিআই)
2 / 8
২২ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটারের ভারতের জার্সিতে অভিষেক হয়েছে ২০২৩ সালের জুলাইতে। এখনও অবধি তিনি ভারতের জার্সিতে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। (ছবি-পিটিআই)
3 / 8
পুনেতে কিউয়িদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৫ বলে ৭৭ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। সেই সুবাদে এক মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। (ছবি-পিটিআই)
4 / 8
তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ১০০০* রানের রেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (* এ বছর এখনও টিম ইন্ডিয়ার টেস্ট ম্যাচ বাকি রয়েছে)। (ছবি-পিটিআই)
5 / 8
ভারতের কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং সুনীল গাভাসকরের পর এই এলিট গ্রুপে ঢুকে পড়লেন যশস্বী জয়সওয়াল। ১৯৭৯ সালে গুন্ডাপ্পা বিশ্বনাথ এক দেশের মাটিতে টেস্টে এক ক্যালেন্ডার বছরে করেছিলেন ১০৪৭ রান। এবং সানি সে বছর করেন ১০১৩ রান। (ছবি-পিটিআই)
6 / 8
এখনও অবধি ১৩টি টেস্টে ২৪টি ইনিংসে ১৩৭২ রান করেছেন যশস্বী জয়সওয়াল। যার মধ্যে রয়েছে তিনটি শতরান এবং ৮টি অর্ধশতরান। (ছবি-পিটিআই)
7 / 8
এক ক্যালেন্ডার বছরে ১০০০ রানের রেকর্ড গড়ার পাশাপাশি ভারতের ব্যাটিং সেনসেশন যশস্বী জয়সওয়াল টেস্টে ছয়ের এক রেকর্ড গড়েছেন। (ছবি-পিটিআই)
8 / 8
প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে যশস্বী জয়সওয়াল এক ক্যালেন্ডার বছরে টেস্ট ক্রিকেটে ৩০টি ছয় মারার নজির গড়লেন। যার মধ্যে পুনে টেস্টে তিনি ৩টি ছয় মারেন। (ছবি-পিটিআই)