যুবরাজের নয়া লুক
ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) ব্যাটিংয়ে যেমন তাঁর ফ্যনরা মুগ্ধ, তাঁর স্টাইল স্টেটমেন্টেও মুগ্ধ।
নয়াদিল্লি: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ (Road Safety World Series) জয়ের পর নিজের লুক পাল্টে ফেললেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে খেলার জন্য এতদিন রায়পুরে ছিলেন যুবি। ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংয়ের ব্যাটিংয়ে যেমন তাঁর ফ্যনরা মুগ্ধ, তাঁর স্টাইল স্টেটমেন্টেও মুগ্ধ। বৃহস্পতিবার ইন্সটাগ্রামে নিজের নতুন হেয়ার কাটের ছবি শেয়ার করেছেন যুবি।
View this post on Instagram
যুবরাজের নতুন হেয়ার স্টাইলটি করেছেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম। চুল কাটার ছবি শেয়ার করে মজার ছলে যুবি লেখেন, “হেয়ার অন পয়েন্ট।” নেট নাগরিকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে যুবির এই নতুন হেয়ার কাট।
View this post on Instagram
আরও পড়ুন: প্যারিসে শেষ আটে সাইনা
সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন যুবরাজ সিং। তাঁর ব্যাট থেকে এই সিরিজের এক ম্যাচে এক ওভারে ৫টি ছক্কাও দেখা গিয়েছিল। যা যুবরাজের ছয় বলে ছয় ছক্কার পুরোনো স্মৃতি উস্কে দিয়েছিল। ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর ব্যাট এখনও আগের মতো ভেল্কি দেখায়, তা আবারও একবার দেখা গেল রায়পুরের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে।