প্যারিসে শেষ আটে সাইনা
বিশ্বের ৬৫ নম্বর মারির বিরুদ্ধে প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলেন সাইনা (Saina Nehwal)। কিন্তু পরের দুটো গেমে দারুণ ভাবে ফিরে আসেন।
প্যারিস: ওরলেন্স মাস্টার্সের (Orleans Masters) শেষ আটে উঠলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। চোট সারিয়ে কোর্টে ফেরা ভারতীয় শাটলার ফ্রান্সের মারি বাটোমেনেকে ২-১ গোলে হারালেন সাইনা। কোয়ার্টার ফাইনালে তাঁর ম্যাচ ফ্রান্সের ইয়েলে হোয়াক্স কিংবা মালয়েশিয়ার আইরিস ওয়াংয়ের বিরুদ্ধে।
????? ????????
5️⃣ ??shuttlers & 4️⃣ doubles pairs reached pre-quarter stage of ongoing #OrleansMasters in France ??.
⏰ Today’s matches starts at- 3️⃣:3️⃣0️⃣ PM (IST)
All the best guys!?#OrleansMasters2021#badminton pic.twitter.com/0fB1bChRKP
— BAI Media (@BAI_Media) March 25, 2021
বিশ্বের ৬৫ নম্বর মারির বিরুদ্ধে প্রথম ম্যাচটা হেরে গিয়েছিলেন সাইনা। কিন্তু পরের দুটো গেমে দারুণ ভাবে ফিরে আসেন। দ্বিতীয় গেমটা ২১-১৫ জিতে সমতা ফেরান। তৃতীয় গেমটা ২১-১০ উড়িয়ে দেন প্রতিপক্ষকে। অনেক দিন কোর্টে যেন পুরোনো ছন্দে দেখা গিয়েছে সাইনাকে। কোর্ট জুড়ে তাঁর খেলা দেখে বিশেষজ্ঞমহলও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে সাইনা টোকিও অলিম্পিকের টিকিট পাবেন কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। অবশ্য প্যারিসে এই টুর্নামেন্ট যদি জেতেন সাইনা, তা হলে ক্রমপর্যায়ে কিছুটা এগোতে পারবেন। যা অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে সুবিধা হবে।
আরও পড়ুন: মুম্বই শিবিরে যোগ দিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর
অন্য দিকে সাইনার মতোই ভারতের আর মেয়ে ইরা শর্মা কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। বুলগেরিয়ার মারিয়া মিতসোভাকে মাত্র ৩২ মিনিটের ম্যাচে ২১-১৮, ২১-১৩ হারালেন তিনি। পরের পর্বে ইরা খেলবেন ডেনমার্কের লিন ক্রিস্টোফারসেনের বিরুদ্ধে।