মুম্বই শিবিরে যোগ দিলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর

আইপিএল (IPL) শুরু হতে আর হাতে গোনা ক'টা দিনই বাকি। আটটি দলের ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন তাঁদের অনুশীলন। একে একে বিভিন্ন দলের ক্রিকেটাররা তাঁদের শিবিরে অংশ নিতে শুরু করে দিয়েছেন। সকলকেই সাত দিনের কোয়ারান্টিন কাটাতে হবে। পুরো আইপিএল জুড়ে থাকবে বায়ো বাবলও। মুম্বই (Mumbai Indians) শিবিরে এ বার যোগ দিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ের নেট বোলার হিসেবে আগে দেখা গিয়েছে অর্জুনকে। তবে এ বারই প্রথম আইপিএলের নিলামে তাঁকে কিনেছে রোহিতের (Rohit Sharma) দল। ৯ এপ্রিল বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামবে ঈশান কিষাণরা (Ishan Kishan)।

| Updated on: Mar 25, 2021 | 5:22 PM
এ বার অফিশিয়ালি টিম মুম্বইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষা অর্জুনের।

এ বার অফিশিয়ালি টিম মুম্বইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষা অর্জুনের।

1 / 5
আইপিএলের মঞ্চ থেকেই নজর কেড়েছেন ঈশান কিষাণ। সদ্য জাতীয় দলে অভিষেকের পর ফের নিজের ফ্যামিলিতে (মুম্বই ইন্ডিয়ান্স) ফিরলেন ঈশান কিষাণ।

আইপিএলের মঞ্চ থেকেই নজর কেড়েছেন ঈশান কিষাণ। সদ্য জাতীয় দলে অভিষেকের পর ফের নিজের ফ্যামিলিতে (মুম্বই ইন্ডিয়ান্স) ফিরলেন ঈশান কিষাণ।

2 / 5
মুম্বই শিবিরে যোগ দিয়েছেন সৌরভ তিওয়ারি।

মুম্বই শিবিরে যোগ দিয়েছেন সৌরভ তিওয়ারি।

3 / 5
 ডানহাতি ব্যাটসম্যান আনমোলপ্রীত সিংও কোয়ারান্টিন কাটাচ্ছেন মুম্বইয়ের টিম হোটেলে।

ডানহাতি ব্যাটসম্যান আনমোলপ্রীত সিংও কোয়ারান্টিন কাটাচ্ছেন মুম্বইয়ের টিম হোটেলে।

4 / 5
টিম হোটেলে হাজির মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধন। (সৌজন্যে-মুম্বই ইন্ডিয়ান্স টুইটার)

টিম হোটেলে হাজির মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধন। (সৌজন্যে-মুম্বই ইন্ডিয়ান্স টুইটার)

5 / 5
Follow Us: