AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিভিএস অ্যাপাচে RTR 160 4V: নতুন রূপে হাজির ২০২১ এডিশন, বেড়েছে বাইকের শক্তি

মোট তিনটি রঙে পাওয়া যাচ্ছে টিভিএস অ্যাপাচের ২০২১ এডিশনের নতুন মডেল RTR 160 4V।

টিভিএস অ্যাপাচে RTR 160 4V: নতুন রূপে হাজির ২০২১ এডিশন, বেড়েছে বাইকের শক্তি
এই বাইকের ওজন ১৪৭ কিলোগ্রাম। আগের এডিশনের তুলনায় ২ কেজি কম। কিছুটা হাল্কা হওয়ায় চালানোও সহজ।
| Updated on: Mar 10, 2021 | 6:53 PM
Share

মোটরবাইক নির্মাণ সংস্থা হিসেবে বরাবরই সাধারণ মানুষের ভরসার জায়গায় রয়েছে টিভিএস। আর তাদের মডেল ‘অ্যাপাচে’-ও বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় থেকেছে সবসময়। সেই অ্যাপাচের নতুন ভার্সান লঞ্চ করেছে টিভিএস।

২০২১ এডিশনে টিভিএস-এর তরফে লঞ্চ করা হয়েছে অ্যাপাচে RTR 160 4V। এই বাইকের দাম শুরু হচ্ছে ১.০৭ লক্ষ টাকা থেকে। জানা গিয়েছে, এই মডেলের drum brake ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে। অন্যদিকে disc brake ভ্যারিয়েন্টের দাম ১.১০ লক্ষ টাকা (এক্স শোরুম) হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ট্রায়াম্ফের ‘রকেট ৩’ ব্ল্যাক এডিশন: প্রকাশ্যে নতুন দু’টি মডেলের ফার্স্ট লুক

অ্যাপাচে RTR 160 4V- এর ২০২১ এডিশনে সামান্য কিছু মেকানিকাল আপডেট এসেছে। সেই সঙ্গে বদল হয়েছে পাওয়ার এবং টর্ক। ডিজাইন অবশ্য আগের মতোই রয়েছে। তবে সিটের মেটেরিয়ালেও পরিবর্তন এসেছে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ডুয়াল টোনের ‘কার্বন-ফাইবার’ স্টাইল টেক্সচার।

নতুন এডিশনের বিশেষ বৈশিষ্ট্য-

১। এই বাইকের ওজন ১৪৭ কিলোগ্রাম। আগের এডিশনের তুলনায় ২ কেজি কম। কিছুটা হাল্কা হওয়ায় চালানোও সহজ।

২। এই মডেলে রয়েছে অয়েল কুলড ইঞ্জিন। ১৫৭.৭ সিসির ওই ইঞ্জিনে রয়েছে সিঙ্গল সিলিন্ডার এবং চারটি ভালভ। ৯২৫০ পিকোমিটারে ১৭.৬৩ ব্রেক হর্স পাওয়ার প্রোডিউস করে এই ইঞ্জিন। আর ৭২৫০ আরপিএম-এর ক্ষেত্রে ১৪.৭৩ ন্যানোমিটার টর্ক দেয়। নতুন এডিশনের মডেলে শক্তি বেড়েছে ১.৫bhp। আর পিক টর্ক বেড়েছে ০.৬ ন্যানোমিটার। টিভিএস-এর এই সিরিজে সবচেয়ে শক্তিশালী মডেল এই Apache RTR 160 4V। তবে ব্লুটুথ কানেকশনের সুবিধা নেই এই মডেলে।

৩। মোট তিনটি রঙে পাওয়া যাচ্ছে টিভিএস অ্যাপাচের ২০২১ এডিশনের নতুন মডেল RTR 160 4V। রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং মেটালিক ব্লু— এই তিনটি রঙে পাওয়া যাবে বাইক।

৪। এই বাইকের disc brake variant- এর ওজন ১৪৭ কিলোগ্রাম। আর drum brake variant- এর ওজন ১৪৫ কিলোগ্রাম।