AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রায়াম্ফের ‘রকেট ৩’ ব্ল্যাক এডিশন: প্রকাশ্যে নতুন দু’টি মডেলের ফার্স্ট লুক

ব্রিটিশ বাইক মেকার এই সংস্থা জানিয়েছে বিশ্বের দরবারে লিমিটেড এডিশনে এই দু'টি মডেলের প্রোডাকশন করা হবে। মাত্র ১০০০ ইউনিট মোটরবাইক তৈরি করা হবে।

ট্রায়াম্ফের 'রকেট ৩' ব্ল্যাক এডিশন: প্রকাশ্যে নতুন দু'টি মডেলের ফার্স্ট লুক
প্রতিটি বাইক একটি ভিআইএন নম্বর এবং একটি অথেনটিকেশন সার্টিফিকেট নিয়ে লঞ্চ হবে।
| Updated on: Mar 09, 2021 | 7:37 PM
Share

ব্রিটিশ বাইক নির্মাতা সংস্থা ট্রায়াম্ফ (Triumph Motorcycles) তাদের Rocket 3 সিরিজের নতুন দু’টি মডেলের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছে। Rocket 3 R Black এবং Rocket 3 GT Triple Black— এই দু’টি মডেল লঞ্চ করতে চলেছে Triumph Motorcycles। ব্রিটিশ বাইক নির্মাণকারী এই সংস্থা জানিয়েছে বিশ্বের দরবারে লিমিটেড এডিশনে এই দু’টি মডেলের প্রোডাকশন করা হবে। মাত্র ১০০০ ইউনিট মোটরবাইক তৈরি করা হবে। প্রতিটি বাইক একটি ভিআইএন নম্বর এবং একটি অথেনটিকেশন সার্টিফিকেট নিয়ে লঞ্চ হবে।

Rocket 3 R Black, এই মডেলের ক্ষেত্রে ম্যাটে এবং গ্লস পেন্ট, দুটোই দেখা যাবে। সঙ্গে থাকবে ব্ল্যাক ফুয়েল ট্যাঙ্ক ব্যাজেস। অন্যদিকে Rocket 3 GT Triple Black মডেলে থাকবে তিন শেডের ব্ল্যাক পেন্ট। দু’টি মডেলের ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে কালো রঙকে। ঝকঝকে ডিজাইনের বাইকে ইঞ্জিন কভার, এগজস্ট হেডার, হিট শিল্ড এবং এন্ড ক্যাপ। এছাড়াও থাকছে মাডগার্ড মাউন্ট, হেডল্যাম্প বেজেলস, ফ্লাই স্ক্রিন ফিনিশার, র‍্যাডিয়েটর। এর পাশাপাশি দু’টি বাইকের সামনের অংশেই থাকবে কার্বন-ফাইবার ফ্রন্ট মাডগার্ড।

বিশেষ বৈশিষ্ট্য-

১। Triumph Rocket 3 Black মডেলে রয়েছে ২৫০০ সিসি ট্রিপল সিলিন্ডার ইঞ্জিন। বিশ্বের বৃহত্তম প্রোডাকশন মোটরসাইকেল ইঞ্জিন বলা হয় এই ইঞ্জিনকে।

২। Rocket 3 বাইক মাত্র ২.৭৩ সেকেন্ডে অর্থাৎ তিন সেকেন্ডেরও কম সময়ে ০ থেকে ১০০ কিলোমিটার স্পিড নিতে পারে।

৩। Rocket 3 R Black ও Rocket 3 GT Triple Black এডিশনের দাম এখনও প্রকাশ পায়নি। তবে ব্রিটিশ মোটরবাইক নির্মাণ সংস্থা ট্রায়াম্ফের রেঞ্জ ভারতে শুরু হয় ১৮.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। অতএব, লিমিটেড এডিশনের বাইকের দাম এর থেকে কিছুটা বেশি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।