AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airtel New Rs 199 Plan: এয়ারটেল একটি নতুন 199 টাকার প্ল্যান নিয়ে এল, 3GB ডেটা, 30 দিনের বৈধতা

Airtel 30 Days Validity Plan: 199 টাকার একটি নতুন রিচার্জ প্যাক লঞ্চ করল এয়ারটেল। প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। কী কী সুবিধা রয়েছে, দেখে নিন।

Airtel New Rs 199 Plan: এয়ারটেল একটি নতুন 199 টাকার প্ল্যান নিয়ে এল, 3GB ডেটা, 30 দিনের বৈধতা
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 12:57 PM
Share

Airtel Latest Recharge Plan: ভারতী এয়ারটেল একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল। 199 টাকার সেই এয়ারটেল প্ল্যানের বৈধতা 30 দিন। তবে নতুন এই এয়ারটেল প্রিপেড প্যাকে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেলেও ইন্টারনেট পাবেন সর্বসাকুল্যে 3GB। তবে এই প্রথম যে এয়ারটেল 199 টাকার রিচার্জ প্ল্যান লঞ্চ করল এমনটা নয়। এর আগে 2021 সালে ট্যারিফ হাইকের আগে এই একই একটা 199 টাকার প্ল্যান লঞ্চ করেছিল। তবে সেই প্ল্যানের বৈধতা ছিল 24 দিন।

টেলিকম টকের একটি রিপোর্ট অনুযায়ী, 2021 সাল পর্যন্তই 199 টাকার প্ল্যানটিতে দৈনিক 1GB করে ডেটা অফার করা হচ্ছিল। তারপরে সেই প্ল্যানেই সংস্থাটি রিলায়েন্স জিওকে টক্কর দিতে 1.5GB ডেটা অফার করছিল। তবে এখন নতুন করে 199 টাকার প্ল্যানটি নিয়ে আসা হয়েছে, যার ভ্যালিডিটি আগের তুলনায় আরও 6 দিন বর্ধিত করা হয়েছে। কিন্তু ডেটার অফারে কাঁচি চালানো হয়েছে আগের তুলনায় অনেকখানিই।

এয়ারটেল 199 টাকার প্ল্যান

যেমনটা আমরা আগেই বললাম, এয়ারটেলের 199 টাকার প্ল্যানের ভ্যালিডিটি এখন এক মাস বা 30 দিন। প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS অফার করা হচ্ছে। অতিরিক্ত অফারের মধ্যে রয়েছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, ফ্রি হেলো টিউন এবং উইঙ্ক মিউজ়িক ব্যবহারের সুবিধা।

প্ল্যানটিতে সব মিলিয়ে গ্রাহকদের 3GB ডেটা অফার করা হবে। আর সেই ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে প্রতি MB-তে গ্রাহকদের 50 পয়সা করে চার্জ করা হবে। এছাড়া এই প্ল্যানে SMS অফার শেষ হয়ে গেলে লোকাল SMS-এ 1 টাকা এবং STM SMS-এ 1.5 টাকা করে চার্জ করা হবে।

তবে এই প্ল্যান রিচার্জের ক্ষেত্রে সবথেকে সমস্যার দিকটি হল তার সীমিত পরিমাণ ডেটার অফার। কারণ, হাই-স্পিড ডেটা ব্যবহার করতে যাঁরা অভ্যস্ত, তাঁদের জন্য 3GB পরিমাণটা খুবই কম। তবে যে সব ব্যবহারকারী এয়ারটেল সিম নিজেদের ফোনে গৌণ হিসেবে ব্যবহার করেন, তাঁদের পরিষেবাটি চালিয়ে যাওয়ার জন্য 3GB ডেটা যথেষ্ট।

তবে যে সব এয়ারটেল ব্যবহারকারীর আর একটু বেশি পরিমাণ ডেটার প্রয়োজন, তাঁরা হাই-স্পিড ডেটার ব্যবহার চালিয়ে যেতে 239 টাকার রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 1GB করে ডেটা পেয়ে যাবেন। তার পাশাপাশি থাকছে প্রতিদিন 100টি করে SMS, আনলিমিটেড ভয়েস কলিং। তবে এই যা কিছু অফার করা হচ্ছে, তার বৈধতা 24 দিন।

রিলায়েন্স জিও 199 টাকার প্ল্যান

এয়ারটেলের প্রতিযোগী সংস্থা রিলায়েন্স জিও-র কাছেও রয়েছে একটি 199 টাকার প্রিপেড প্ল্যান। এই রিচার্জ প্যাকে গ্রাহকদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হয়। সব মিলিয়ে প্ল্যানটিতে 34.5GB ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহকরা। 23 দিনের জন্য বৈধ এই প্ল্যানের অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধা।