299 টাকার Airtel প্ল্যানে এখন 1.5GB-র পরিবর্তে 2GB দৈনিক ডেটা
299 টাকার প্ল্যানটি Airtel-এর অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যান। এতদিন পর্যন্ত এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হত। তার পরিবর্তে এখন এই প্ল্যানে মিলবে দৈনিক 2GB করে ডেটা। তবে আগের মতোই দৈনিক ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 Kbps-এ নেমে যাবে।

আপনি কি Airtel সিম ব্যবহার করেন? নতুন প্ল্যান রিচার্জ করার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য একটা সুখবর রয়েছে। জনপ্রিয় একটি রিচার্জ প্ল্যানের অফার অনেকটাই বাড়ানো হয়েছে। 299 টাকার প্ল্যানটি Airtel-এর অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যান। এতদিন পর্যন্ত এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হত। সেই প্ল্যানেরই ডেটার বেনিফিট এখন বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যম টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, Airtel Only ওয়েবসাইট থেকে জানা গিয়েছে 299 টাকার প্ল্যানের ডেটার অফার বাড়ানোর বিষয়টি। রিচার্জ করার আগে Airtel 299 টাকার ট্রুলি আনলিমিটেড প্ল্যানের নতুন অফারগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
Airtel 299 টাকার প্ল্যানের সুবিধা
299 টাকার প্ল্যানে এয়ারটেল এখন তার ব্যবহারকারীদের 14GB অতিরিক্ত ডেটা অফার করবে। আগে এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হত। তার পরিবর্তে এখন এই প্ল্যানে মিলবে দৈনিক 2GB করে ডেটা। তবে আগের মতোই দৈনিক ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 Kbps-এ নেমে যাবে। এছাড়া প্ল্যানের অন্যান্য অফারগুলি আগের মতো একই থাকছে।
Airtel 299 টাকার প্ল্যানে ব্যবহারকারীদের 28 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। সমগ্র ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে থাকছে প্রতিদিন আনলিমনিটেড ভয়েস কল করার সুবিধা, যার মধ্যে লোকাল, এসটিডি এবং রোমিং সবই থাকছে। তার উপরে আবার থাকছে প্রতিদিন 100টা করে এসএমএস পাঠানোর অফারও।
Airtel Thanks
প্ল্যানটিতে ব্যবহারকারীদের Airtel Thanks বেনিফিটিস অফার করা হয়। এই থ্যাঙ্কস বেনিফিটসের সাহায্যে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটা, তিন মাসের জন্য Apollo 24|7 সার্কেল মেম্বারশিপ, বিনামূল্যে উইঙ্ক মিউজ়িক, ফ্রি হেলোটিউনের সুবিধা পেয়ে যাবেন কাস্টমাররা। তবে আনলিমিটেড 5G ডেটা সেই সব জায়গাতেই পাওয়া যাবে, যেখানে 5G নেটওয়ার্ক কভারেজ রয়েছে।
