2021 Triumph Speed Twin: ভারতে আসছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন বাইক, কবে লঞ্চ?

ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন স্পিড টুইন বাইকে রয়েছে আগের মতো ১২০০ সিসি- র প্যারালাল-টুইন, লিকুইড-কুল ইঞ্জিন।

2021 Triumph Speed Twin: ভারতে আসছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন বাইক, কবে লঞ্চ?
ভারতে আসছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন স্পিড টুইন বাইক।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2021 | 4:36 PM

ট্রায়াম্ফ মোটরসাইকেলে ভারতে তাদের নতুন বাইক স্পিড টুইন লঞ্চ করতে চলেছে। বাইক নির্মাণ সংস্থা জানিয়েছে তাদের ২০২০১ নতুন টুইট স্পিড মোটরসাইকেল দেশে লঞ্চ হবে আগামী ৩১ অগস্ট। আন্তর্জাতিক বাজারে ‘নিউ স্পিড টুইন’ মডেল আগেই লঞ্চ হয়ে গিয়েছে। বর্তমানে ট্রায়াম্ফ ইন্ডিয়ার ওয়েবসাইটের তালিকায় এই বাইকের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই, নিউ স্পিড টুইন মডেলের জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই বাইকের প্রি-বুকিং করা সম্ভব। এছাড়া আন-অথরাইজড ডিলারশিপের মাধ্যমেও ট্রায়াম্ফ মোটরসাইকেলের ২০২১ নিউ স্পিড টুইন বাইকের প্রি-বুকিং করা যাবে।

ইঞ্জিন এবং ডিজাইন, দু’ক্ষেত্রেই নতুন বাইকে সামান্য পরিবর্তন এসেছে। নিউ স্পিড টুইন মডেলে রয়েছে আপগ্রেডেড ইঞ্জিন, নতুন সাসপেনশন এবং ব্রেক। এছাড়াও ইঞ্জিনের ভিতরের বেশ কিছু ফিচারেও পরিবর্তন হয়েছে। এখানেই শেষ নয়। ইঞ্জিন আপগ্রেড হওয়ার পাশাপাশি chassis এবং electronics suite- এর ক্ষেত্রেও আপডেট যুক্ত হয়েছে। নতুন উন্নত অ্যাপিলের জন্য বাইকের সামান্য কিছু কসমেটিক পরিবর্তনও হয়েছে। অর্থাৎ ডিজাইন এবং এক্সটিরিয়র বা বাইরের লুকের ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় বাইকের মেকানিক্সের পাশাপাশি ইঞ্জিন, সাসপেনশন সেটআপ, ব্রেকিং হার্ডওয়্যার এবং এক্সটিরিয়র স্টাইলিংয়ের ক্ষেত্রে বেশ কিছু আপডেট যুক্ত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আগের সঙ্গে বেশ কিছু মিলও রয়েছে।

ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন স্পিড টুইন বাইকে রয়েছে আগের মতো ১২০০ সিসি- র প্যারালাল-টুইন, লিকুইড-কুল ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনে রয়েছে Euro5/BS6-compliant ফিচার। জানা গিয়েছে, ট্রায়াম্ফ মোটরসাইকেলের ২০২১ নতুন স্পিড টুইন বাইকের ইঞ্জিনের সাহায্যে ৯৮.৬ bhp সর্বোচ্চ শক্তি এবং ১১২ Nm peak torque উৎপন্ন হয়। উল্লেখ্য, এর আগে মডেলের ইঞ্জিনের সাহায্যে ৯৬ bhp শক্তি উৎপন্ন হতো। আগের স্পিড টুইন মডেলে তিনটি মোড ছিল। সেই একই মোড অর্থাৎ রেন, রোড এবং স্পোর্ট রয়েছে ট্রায়াম্ফের নতুন স্পিড টুইন বাইকেও। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, এই বাইকের দাম সম্ভবত ১০ লক্ষ টাকার কমই হবে। অনেকে আবার বলছেন, এই বাইকের দাম ১০ থেকে ১১ লক্ষ টাকার (এক্স শোরুম) মধ্যে হবে। তবে ২০২১ নিউ স্পিড টুইন বাইকের নির্দিষ্ট দাম এখনও ঘোষণা করেনি ট্রায়াম্ফ মোটরসাইকেল সংস্থা।

আন্তর্জাতিক বাজারে রেড হপার, ম্যাট স্টর্ম গ্রে এবং জেট ব্ল্যাক- এই তিন রঙে পাওয়া যায় ট্রায়াম্ফ মোটরসাইকেলের নতুন স্পিড টুইন বাইক। অনুমান ২০২১ নিউ স্পিড টুইন বাইকের ভারতীয় ভ্যারিয়েন্টও এই তিন রঙেই পাওয়া যাবে। জানা গিয়েছে, আগের ট্রায়াম্ফ স্পিড টুইন মডেলের তুলনায়, নতুন স্পিড টুইন মডেলের দাম কিছুটা বেশি হবে।

আরও পড়ুন- Tata Punch: টাটা মোটরসের মাইক্রো এসইউভি লঞ্চ হতে পারে আসন্ন ‘ফেস্টিভ সিজন’-এ