Tata Punch: টাটা মোটরসের মাইক্রো এসইউভি লঞ্চ হতে পারে আসন্ন ‘ফেস্টিভ সিজন’-এ

টাটা মোটরসের তরফে জানানো হয়েছে, তাদের আসন্ন টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি, নামের মতোই এনার্জেটিক ভেহিকেল। ডিজাইন, প্রযুক্তি, ড্রাইভিং ডায়নামিক্স- সব ক্ষেত্রেই থাকছে চমক।

Tata Punch: টাটা মোটরসের মাইক্রো এসইউভি লঞ্চ হতে পারে আসন্ন 'ফেস্টিভ সিজন'-এ
ফেস্টিভ সিজনে লঞ্চ হতে পারে এই গাড়ি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 3:09 PM

টাটা মোটরস তাদের আসন্ন মাইক্রো এসইউভি- র ডিজাইন এবং ফিচার প্রকাশ করেছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই লঞ্চ হবে এই গাড়ি। সম্ভবত আসন্ন ‘ফেসটিভ সিজন’- এই টাটা মোটরসের নতুন এসইউভি লঞ্চ হতে পারে। এই গাড়ির কোডনেম HBX। টাটা মোটরসের আসন্ন এই মাইক্রো এসইউভিকে বলা হচ্ছে ‘টাটা পাঞ্চ’। ২০২০ সালের অটো এক্সপোতে প্রথম এই গাড়ির ধারনা (H2X Concept) প্রকাশ্যে এসেছিল। নতুন টাটা পাঞ্চ প্রথম এমন গাড়ি হতে চলেছে যা ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture)- এর সাহায্যে তৈরি হবে। এছাড়াও Tata Punch micro SUV- তে থাকতে পারে ২.০ ডিজাইন ল্যাঙ্গুয়েজের প্রভাব।

টাটা মোটরসের তরফে জানানো হয়েছে, তাদের আসন্ন টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি, নামের মতোই এনার্জেটিক ভেহিকেল। ডিজাইন, প্রযুক্তি, ড্রাইভিং ডায়নামিক্স- সব ক্ষেত্রেই থাকছে চমক। প্রথম লুক দেখে মনে হয়েছে সাফারি গাড়ির একটু ছোট ভার্সান হতে চলেছে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। টাটা সংস্থার চিরাচরিত split lighting ডিজাইন থাকছে এই গাড়িতেও। টাটা মোটরসের এসইউভি সিরিজে এই নিয়ে চতুর্থ গাড়ি যুক্ত হতে চলেছে। আয়তন এবং ওজনে কম, অথচ টাটা পাঞ্চে রয়েছে সমস্ত ধরনের এসইউভি ফিচার। এর ফলে একটি কমপ্যাক্ট সিটি কার হিসেবে তালিকাভুক্ত হয়েছে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। আগামী দিনে এসইউভি ফ্যামিলিতে আরও অনেক গাড়ি যুক্ত করার পরিকল্পনা রয়েছে টাটা মোটরসের।

টাটা পাঞ্চ মাইক্রো এসইউভিতে থাকবে স্পোর্টি লুকের ডুয়াল টোন অ্যালয় হুইলস এবং রুফ রেল। এছাড়াও থাকবে ১.২  লিটারের Revotron পেট্রোল ইঞ্জিন। এখানে আবার রয়েছে Altorz premium hatchback সাপোর্ট। গাড়ির পিছনের অংশের ফিচার প্রসঙ্গে বিশেষ কিছু জানায়নি এই সংস্থা। তবে ছবি দেখে অনুমান করা গিয়েছে যে এলইডি টেলল্যাম্প থাকবে এই গাড়িতে। এছাড়াও থাকবে sculpted tailgate এবং একটি ভারী cladded bumper। ডুয়াল টনে লঞ্চ হবে টাটা পাঞ্চ মাইক্রো এসইউভি। নীল রঙের বেস টোনের উপর রয়েছে সাদা রুফ। এই গাড়ির পেট্রোল ইঞ্জিনের সাহয্যে ৮৫ bhp এবং ১১৩ Nm শক্তি উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে ট্রান্সমিশনের জন্য রয়েছে একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং অপশনাল AMT ইউনিট।

টাটা মোটরসের আসন্ন মাইক্রো এসইউভি গাড়িতে ‘টাটা’ লোগো লেখা থাকবে একটি ট্রাই-অ্যারো প্যাটার্নে। এছাড়াও থাকবে এলইডি ডেটাইম রানিং ল্যাম্প, মেন হেডল্যাম্প, প্রোজেক্টর লাই, ট্রাই অ্যারো ডিজাইনের লার্ক গ্রিল এবং বড় সাইজের গোলাকার ফগল্যাম্প।

আরও পড়ুন- Bolero Neo N10 (O): মহিন্দ্রার নতুন এসইউভিতে রয়েছে ‘মাল্টি টেরেন টেকনোলজি’, গাড়ির দাম কত?