ভারতে লঞ্চ হয়েছে কাওয়াসাকি ইন্ডিয়া মোটরসের নতুন বাইক ২০২২ Z650, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 12, 2021 | 10:01 PM

চলতি মাস অর্থাৎ অগস্ট থেকেই দেশের বিভিন্ন শোরুমে কাওয়াসাকির এই নতুন বাইক পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আর সেপ্টেম্বর মাস থেকে এই বাইকের ডেলিভারি শুরু হবে।

ভারতে লঞ্চ হয়েছে কাওয়াসাকি ইন্ডিয়া মোটরসের নতুন বাইক ২০২২ Z650, দাম কত?
ম্প্রতি ভারতে আরও একটি বাইক কাওয়াসাকি ২০২২ নিনজা ৬৫০ লঞ্চ করেছে।

Follow Us

ইন্ডিয়ান কাওয়াসাকি মোটরস সম্প্রতি ভারতে লঞ্চ করেছে ২০২২ Z650 বাইক। কাওয়াসাকি ইন্ডিয়া এই নতুন বাইকের দাম ৬.২৪ লক্ষ টাকা (এক্স শোরুম)। এই বাইকে যুক্ত হয়েছে নতুন ‘Candy Lime Green Type 3’ রঙ। চলতি মাস অর্থাৎ অগস্ট থেকেই দেশের বিভিন্ন শোরুমে কাওয়াসাকির এই নতুন বাইক পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আর সেপ্টেম্বর মাস থেকে এই বাইকের ডেলিভারি শুরু হবে। নতুন রঙ আর নতুন দাম ছাড়া কাওয়াসাকির এই বাইকের বিভিন্ন বৈশিষ্ট্য আগের মতোই রয়েছে। সম্প্রতি ভারতে আরও একটি বাইক কাওয়াসাকি ২০২২ নিনজা ৬৫০ লঞ্চ করেছে। এই বাইকের মডেলে রয়েছে দুটো রঙের অপশন। আর বাইকের দাম ৬.৬১ লক্ষ টাকা (এক্স শোরুম)। বিশেষজ্ঞদের একাংশের মতে কাওয়াসাকি Z650 বাইকটি আগামী দিনে ভারতের বাইকের বাজারে Triumph Trident 660 এবং Honda CB650R- এই দুই মডেলের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে।

২০২২ কাওয়াসাকি Z650 বাইকে কী কী ফিচার রয়েছে দেখে নিন-

  • কাওয়াসাকির এই বাইকে রয়েছে ৬৪৯ সিসি- র প্যারালাল টুইন ইঞ্জিন। এর আগেও এই বাইকে একই ধরনের ইঞ্জিন ছিল।
  • এই মোটরের সাহায্যে ৬৭ bhp এবং ৬৪ Nm of peak torque শক্তি উৎপন্ন হয়।
  • এই মোটরসাইকেলে রয়েছে একটি ৬ স্পিডের গিয়ারবক্স এবং একটি স্লিপার ক্লাচ।
  • কাওয়াসাকির নতুন বাইকে রয়েছে একটি ৪.৩ ইঞ্চির TFT ইন্সট্রুমেন্ট কনসোল। এছাড়াও রয়েছে ব্লুটুথের সাহায্যে স্মার্টফোন সংযুক্ত করার সুবিধা। এর মাধ্যমে কাওয়াসাকির Rideology অ্যাপ কানেক্টিভিটি সম্ভব। এর আগেও কাওয়াসাকির বাইকে এই ফিচারগুলি ছিল।
  • কাওয়াসাকির বিশেষ Sugomi design ideology ব্যবহার করে ডিজাইন করা হয়েছে এই বাইক, যার ডিজাইন অত্যন্ত শার্প এবং ঝকঝকে।
  • এই বাইকে রয়েছে ৪১ mm টেলিস্কোপিক ফর্ক্স আপ ফ্রন্ট (with a travel of 125 mm) এবং একটি মোনোশক (with a travel of 130 mm)।
  • ব্রেকিং ফিচার হিসেবে কাওয়াসাকির নতুন বাইকে রয়েছে ৩০০ mm টুইন পেটাল ডিস্ক আপ ফ্রন্ট (with a dual-piston calliper) এবং একটি সিঙ্গল ২২০ mm পেটাল ডিস্ক (with a single piston calliper)। এটি রয়েছে পিছনের অংশে।
Next Article