স্ট্রিটফাইটার 2023 Honda CB300F ঝড় তুলতে এল! দাম 1.7 লাখ টাকা
2023 Honda CB300F স্ট্রিট ফাইটারটি তার বর্তমান বাজার-চলতি মডেলের তুলনায় একাধিক আপগ্রেড পেয়েছে। 'ইন্টারন্যাশনাল বিগ বাইক' ডিজ়াইন থেকে এই স্পোর্টি লুকটি পেয়েছে নতুন মডেলটি। 2023 Honda CB300F স্ট্রিট ফাইটারের দাম 1.7 লাখ টাকা (এক্স-শোরুম)।

Honda ভারতে ফের একটি নতুন মোটরবাইক লঞ্চ করে দিল। হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সেই নতুন বাইকের নাম 2023 Honda CB300F। লেটেস্ট স্ট্রিট ফাইটারটি তার বর্তমান বাজার-চলতি মডেলের তুলনায় একাধিক আপগ্রেড পেয়েছে। ‘ইন্টারন্যাশনাল বিগ বাইক’ ডিজ়াইন থেকে এই স্পোর্টি লুকটি পেয়েছে নতুন মডেলটি। 2023 Honda CB300F স্ট্রিট ফাইটারের দাম 1.7 লাখ টাকা (এক্স-শোরুম)। মোটরসাইকেলটির একটি চমৎকার ডিলাক্স প্রো ভ্যারিয়েন্টও নিয়ে আসা হয়েছে। বাইকের পারফরম্যান্স থেকে ফিচার্স, বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম-সহ একাধিক তথ্য জেনে নেওয়া যাক।
2023 Honda CB300F: পারফরম্যান্স
হন্ডার এই স্ট্রিটফাইটারটি এখন OBD- II কমপ্লায়েন্ট। বাইকটিতে 293cc, অয়েল-কুলড, ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। সেই ইঞ্জিন 18 kW পাওয়ার এবং 25.6 Nm পিক টর্ক বের করতে পারে। ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 6-স্পিড গিয়ারবক্স, যাতে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে।
2023 Honda CB300F: ফিচার্স
বাইকটির ব্রেকিং ডিউটি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে ডিস্ক ব্রেক, সামনে 276mm এবং পিছনে 220mm, ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। এই স্ট্রিটফাইটারে ব্যবহার করা হয়েছে হন্ডার সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (hstc)। সাসপেনশন অ্যাক্টিভিটি পারফর্ম করছে বাইকের গোল্ডেন USD ফ্রন্ট ফর্ক এবং 5-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মনো শক।
আধুনিক প্রযুক্তির মিশেলে 2023 Honda CB300F বাইকটি অত্যাধুনিক হয়ে উঠেছে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল দেওয়া হয়েছে বাইকটিতে। অতিরিক্ত ফিচার্সের দিক থেকে এতে রয়েছে অল-LED লাইটিং সিস্টেম, একটি ভয়েস কন্ট্রোল সিস্টেম সহ আরও অনেক কিছু। মোট তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে বাইকটি স্পোর্টস রেড, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক।
2023 Honda CB300F: দাম ও অন্যান্য তথ্য
2023 Honda CB300F বাইকের দাম রাখা হয়েছে 1.7 লাখ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি সংস্থাটি SP160 বাইকটিও লঞ্চ করেছে, যা সিঙ্গেল ডিস্ক ও টুইন ডিস্ক এই দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে।





