AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুপার স্পোর্টসবাইক 2023 Kawasaki ZX-10R লঞ্চ হয়ে গেল, চোখধাঁধানো লুক, দাম কত জানেন?

2023 Kawasaki ZX-10R স্পোর্টসবাইকের দাম 15.99 লাখ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় এই নয়া মডেলটি 85,000 টাকা।

সুপার স্পোর্টসবাইক 2023 Kawasaki ZX-10R লঞ্চ হয়ে গেল, চোখধাঁধানো লুক, দাম কত জানেন?
Kawasaki ZX-10R বাইকের 2023 ভার্সন এসে গেল।
| Edited By: | Updated on: Sep 13, 2022 | 11:33 PM
Share

ফের ভারতে একটি নতুন স্পোর্টসবাইক লঞ্চ করল Kawasaki। সেই 2023 Kawasaki ZX-10R স্পোর্টসবাইকের দাম 15.99 লাখ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের তুলনায় এই নয়া মডেলটি 85,000 টাকা। আগের মডেলের তুলনায় নতুন মডেলটির কোনও পরিবর্তন করা হয়নি। দুটি নতুন কালার স্কিম দেওয়া হয়েছে নতুন মডেলটিতে। সেই দুটি হল কাওয়াসাকি লাইম গ্রিন এবং নতুন পার্ল রোবটিক হোয়াইট।

2023 Kawasaki ZX-10R: পাওয়ারট্রেন ও ফিচার

2023 Kawasaki ZX-10R বাইকে রয়েছে 998cc ইঞ্জিন, যাতে ইনলাইন ফোর কুলড ক্যাপাসিটি, যা 13,200rpm রেটে 203hp পাওয়ার দিতে পারে এবং 11,400rpm-এ 114.9Mn টর্ক দিতে পারে। এই বাইকে রয়েছে ফুল অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফর্ক এবং তার রিয়ারে রয়েছে মনোশক।

নিরাপত্তার জন্য, ব্রেকিং হার্ডওয়্যারে রয়েছে টুইন ব্রেম্বো M50 ক্যালিপার যা সামনের দিকে একটি দ্বৈত 330 মিমি ডিস্ক এবং পিছনে একটি 220 ডিস্কে একটি একক-পিস্টন ক্যালিপারের সঙ্গে পেয়ার করা রয়েছে। তাছাড়া, ইলেকট্রনিক রাইডার এইডের একটি সম্পূর্ণ স্যুট রয়েছে যার মধ্যে কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এবং চারটি রাইডিং মোড যা স্পোর্ট, রোড, রেইন এবং রাইডার (সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য)। রাইডাররা Rideology অ্যাপের মাধ্যমে একটি স্মার্টফোনকে 4.3-ইঞ্চি TFT ডিসপ্লেতে পেয়ার করতে পারে যা তাদেরকে নোটিফিকেশন অ্যালার্টের পাশাপাশি উন্নত নেভিগেশন পেতেও সাহায্য করে।

2023 Kawasaki ZX-10R: দাম

নতুন 2023 Kawasaki ZX-10R-এর দাম 15.99 লক্ষ টাকা (অন-শোরুম) যা চলমান মডেলের বর্তমান দামের (₹15.14 লক্ষ অন-শোরুম) থেকে 85,000 টাকা বেশি। এই সুপারবাইকটি Ducati Panigale V4, Honda CBR1000RR-R এবং Aprilia RSV4-র সঙ্গে জোরদার টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।