2021 Tiguan SUV: ভারতে নতুন এসইউভি লঞ্চ করতে চলেছে জার্মান সংস্থা Volkswagen

অন্যদিকে জানা গিয়েছে, new generation Tiguan SUV- র এক্সটিরিয়র ডিজাইন অনেকটা Tiguan Allspace SUV- র মতো। তবে এই Tiguan Allspace SUV- র তুলনায় কিছুটা ছোট হবে new generation Tiguan SUV গাড়ি।

2021 Tiguan SUV: ভারতে নতুন এসইউভি লঞ্চ করতে চলেছে জার্মান সংস্থা Volkswagen
ভারতে আসতে চলেছে নতুন এসইউভি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2021 | 2:52 PM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন Volkswagen Taigun গাড়ি। এবার শোনা যাচ্ছে যে, Volkswagen অটোমোবাইল সংস্থা চলতি বছরের শেষের দিকে তাদের Tiguan SUV গাড়ির ফেসলিফট ভার্সান লঞ্চ করবে। Volkswagen সংস্থা জানিয়েছে যে, তাদের ২০২১ Tiguan SUV সম্ভবত লঞ্চ হবে চলতি বছর নভেম্বর মাসের শেষভাগে। সাধারণত ভারতে ‘ফেস্টিভ সিজন’ অর্থাৎ দিওয়ালির সময়কেই গাড়ি লঞ্চের জন্য বেছে নেয় বিভিন্ন অটোমোবাইল সংস্থা। তবে এবার ফেস্টিভ সিজনের পর ২০২১ Tiguan SUV লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।

গত সপ্তাহেই ভারতে নতুন কমপ্যাক্ট এসইউভি Tiguan গাড়ি লঞ্চ করেছিল এই জার্মান কারমেকার। এবার ফের নতুন Tiguan SUV লঞ্চ হতে চলেছে। চলতি বছরে এই নিয়ে ভারতে দ্বিতীয় বৃহত্তম লঞ্চ করতে চলেছে Volkswagen কোম্পানি। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, চলতি বছর মার্চ মাসে প্রথম new generation Tiguan SUV- র কথা প্রকাশ্যে এনেছিল Volkswagen সংস্থা। গ্লোবাল মার্কেটে এবছর অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল এই গাড়ি। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে দেখা গিয়েছিল এই গাড়ি। উল্লেখ্য, এখনও পর্যন্ত Tiguan facelift SUV- র ডিজাইন প্রকাশ্যে আনেনি Volkswagen সংস্থা। তবে শোনা যাচ্ছে, আন্তর্জাতিক বাজারে যে গাড়ি বিক্রি হচ্ছে তার সঙ্গে মিল থাকবে ভারতীয় ভ্যারিয়েন্টের।

অন্যদিকে জানা গিয়েছে, new generation Tiguan SUV- র এক্সটিরিয়র ডিজাইন অনেকটা Tiguan Allspace SUV- র মতো। তবে এই Tiguan Allspace SUV- র তুলনায় কিছুটা ছোট হবে new generation Tiguan SUV গাড়ি। নতুন জেনারেশনের Tiguan SUV গাড়ির হেডলাইটে রয়েছে নয়া IQ. Light টেকনোলজি। পরিস্থিতি অনুযায়ী গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই প্রযুক্তি। তবে এই সমস্ত তথ্যই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। জার্মান অটোমোবাইল সংস্থা Volkswagen এখনও তাদের নতুন এসইউভি গাড়ি প্রসঙ্গে বিশেষ কোনও তথ্য প্রকাশ করেনি।

নতুন এসইউভির কেবিনে থাকতে পারে ডিজিটাল ককপিট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর সাইজ হতে পারে ৮ ইঞ্চি। এটাই ডিজিটাল ককপিটের স্ট্যান্ডার্ড ফিচার। শোনা যাচ্ছে এর আয়তন ১০ ইঞ্চি করা হতে পারে এবং সেটিকে বলা হবে ডিজিটাল ককপিট প্রো। এছাড়াও 2021 Tiguan facelift- এ স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে থাকতে পারে MIB3 infotainment সিস্টেম। নতুন Tiguan SUV- তে থাকতে পারে ওয়্যারলেস চার্জিং এবং উপযুক্ত ডিভাইসের ক্ষেত্রে ওয়্যারলেস অ্যাপ কানেক্ট ফিচার থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে টাচ এনাবেল ক্লাইমেট কন্ট্রোল ফিচার। ড্রাইভার এবং প্যাসেঞ্জার সিটের মধ্যে পাওয়ার অ্যাডজাস্টমেন্টেরও ফিচার থাকতে পারে।

এছাড়াও Volkswagen সংস্থা জানিয়েছে, Tiguan গাড়ির ভারতীয় ভ্যারিয়েন্টে থাকতে পারে premium Vienna leather সিট। এছাড়াও illuminated scuff plates, প্যানোরামিক সানরুফ এবং ৩০টি শেডের অ্যাম্বিয়েন্ট লাইট ও আরও অনেক কিছু।

আরও পড়ুন- Ola Electric Scooter: নেই শোরুম, নেই সার্ভিস সেন্টারও, কোথায় ই-স্কুটারের সার্ভিসিং করবে ওলা?