Benelli 502C: ভারতে আসছে ইতালীয় সংস্থা Benelli-র নতুন বাইক, শুরু হয়েছে প্রি-বুকিং

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 10, 2021 | 6:52 PM

Benelli 502C বাইকেও অন্যান্য বাইকের মতোই রয়েছে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফুটপেগস, ফুল এলইডি লাইটিং, অ্যান্টিব্রেকিং সিস্টেম বা এবিএস আরও অনেক কিছু।

Benelli 502C: ভারতে আসছে ইতালীয় সংস্থা Benelli-র নতুন বাইক, শুরু হয়েছে প্রি-বুকিং
এই বাইকে অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে।

Follow Us

ইতালীয় সংস্থা Benelli ভারতে তাদের নতুন বাইক লঞ্চ করতে চলেছে। Benelli ইন্ডিয়া সংস্থা এর মধ্যেই 502C urban cruiser মডেলের লুক প্রকাশ করেছে। শুরু হয়েছে প্রি-বুকিংও। চলতি বছর এই প্রথম কোনও বাইক লঞ্চ করতে চলেছে Benelli। এই পাওয়ার ক্রুজার প্রি-বুকিং করার জন্য ১০ হাজার টাকা দিতে হবে ক্রেতাদের। দেশের বিভিন্ন Benelli ডিলারশিপের মাধ্যমে এই বাইকের জন্য প্রি-বুকিং শুরু হয়েছে। তবে এখনও বাইকের দাম প্রকাশ করেনি নির্মাণ সংস্থা। শোনা গিয়েছে, জুলাই মাসের শেষের দিকে নতুন বাইকের দাম ঘোষণা করবে Benelli ইন্ডিয়া। বিশেষজ্ঞরা বলছেন, Ducati Diavel বাইকের সঙ্গে অনেক মিল রয়েছে Benelli 502C মডেলের।

এই বাইক আকার, আয়তনে বেশ ছোট (মূলত দৈর্ঘ্যে ছোট)। এখানে রয়েছে BS6 compliant ইঞ্জিন। জানা গিয়েছে, Leoncino 500 এবং TRK 502- এর মতো ইঞ্জিন রয়েছে Benelli 502C মডেলে। হেডলাইট এবং ফুয়েল ট্যাঙ্কের আকার, আয়তন, stubby seat, exposed trellis frame, petal discs up front, সমস্ত ফিচারই অন্যান্য বাইকের তুলনায় যথেষ্ট আধুনিক এবং উন্নত। দেখতেও বেশ ঝকঝকে ডিজাইনের এই বাইক। Benelli 502C বাইকে রয়েছে ৫০০ সিসি-র প্যারালাল টুইন মোটর।  এই ইঞ্জিনের মাধ্যমে ৪৬.৮ bhp এবং ৪৬ Nm শক্তি উৎপন্ন হয়। এই ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি ৬ স্পিডের গিয়ারবক্স। এছাড়াও এই মোটরসাইকেলে রয়েছে ২১.৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে।

Benelli 502C বাইকেও অন্যান্য বাইকের মতোই রয়েছে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফুটপেগস, ফুল এলইডি লাইটিং, অ্যান্টিব্রেকিং সিস্টেম বা এবিএস আরও অনেক কিছু। এখনও বাইকের লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করে ইতালীয় সংস্থা Benelli। ইতালীয় সংস্থা Benelli কেবলমাত্র দু’চাকার যান নির্মাণ করেন। বাইক এবং স্কুটার নির্মাণে বিশ্বের মধ্যে অন্যতম ইতালির এই সংস্থা।

আরও পড়ুন- BMW CE 04: আসছে BMW-র নয়া বৈদ্যুতিক স্কুটার! ফিচারগুলি দেখলে অবাক হবেন

Next Article