সবথেকে সস্তার Harley-Davidson X440 লঞ্চ হল ভারতে, দাম 2.29 লাখ টাকা

Harley-Davidson X440 বাইকটিতে রয়েছে নতুন 440cc অয়েল-কুলড, লং স্ট্রোক BS VI (OBD II) এবং E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা হিরো মটোকর্পের জন্য প্রথম হতে চলেছে। 27 bhp পাওয়ার আউটপুট এবং 38 Nm টর্ক পারফরম্যান্সের নিরিখে বাইকটি সেরার সেরা ইন-সেগমেন্ট পাওয়ার আউটপুট দিতে চলেছে।

সবথেকে সস্তার Harley-Davidson X440 লঞ্চ হল ভারতে, দাম 2.29 লাখ টাকা
সস্তার হার্লে ডেভিডসন এসে গেল ভারতে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 10:41 AM

ভারতের সবথেকে সস্তার Harley-Davidson বাইক লঞ্চ হল। সেই মডেলের নাম Harley-Davidson X440। লেটেস্ট এবং সস্তার এই হার্লে ডেভিডসনের দাম শুরু হচ্ছে 2.29 লাখ টাকা থেকে। মার্কিন ব্র্যান্ডের সবথেকে কম দামি মোটরবাইক হিসেবে এই HDX 440 জোরদার টক্কর দিতে চলেছে Triumph Speed 400 এর সঙ্গে।

Harley-Davidson X440 বাইকটি ভারতে ডেবিউ করেছে Hero সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। জয়পুরে ভারতীয় এই কম দামি হার্লে ডেভিডসনের পর্দা উন্মোচিত হয়েছে। হার্লে ডেভিডসনের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও চিফ এগজ়িকিউটিভ অফিসার মিস্টার জোচেন জেইতজ় এবং হিরো মটোকর্পের এগজ়িকিউটিভ ডক্টর পবন মুঞ্জল এই বাইকটি অফিসিয়ালি লঞ্চ করেছে।

এই 440X মডেলটি দিয়েই 400cc সেগমেন্টে পদার্পণ করল হার্লে ডেভিডসন এবং হিরো মটোকর্প। দুটি কোম্পানিই এই বাইকটি ডেভেলপ করলেও এক্কেবারে স্থানীয় ভাবেই রাজস্থানের নিমরানাতে Hero-র গার্ডেন ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে বাইকটি।

লেটেস্ট হার্লে ডেভিডসন মডেলটি লঞ্চ করে হিরো মটোকর্পের চেয়ারম্যান ডক্টর পবন মুঞ্জল বলছেন, “Harley-Davidson X440-এর লঞ্চ আমাদের প্রিমিয়াম যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর মধ্যে দিয়েই ভবিষ্যতে আমাদের গ্রোথের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করতে সক্ষম হব বলে আশা করছি। মোটরসাইকেলটি হিরোর উৎপাদন দক্ষতা এবং বিশ্বস্ত মানের সঙ্গে আইকনিক হার্লে-ডেভিডসনের সিগনেচার উপাদানগুলির মধ্যে সেরার সেরা। ভারতের বাজারে গ্রাহকদের জন্য একটি অনন্য মূল্যে এই বাইকটি দিতে চলেছি, যা মোটরসাইকেল উৎসাহীদের একটি বিস্তৃত পরিসরকে লক্ষ্য করেই ধার্য করা হয়েছে।”

মেকানিক্যালি X440 বাইকটিতে রয়েছে নতুন 440cc অয়েল-কুলড, লং স্ট্রোক BS VI (OBD II) এবং E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা হিরো মটোকর্পের জন্য প্রথম হতে চলেছে। 27 bhp পাওয়ার আউটপুট এবং 38 Nm টর্ক পারফরম্যান্সের নিরিখে বাইকটি সেরার সেরা ইন-সেগমেন্ট পাওয়ার আউটপুট দিতে চলেছে। ইঞ্জিনটি লিঙ্ক করা রয়েছে একটি 6-স্পিডের গিয়ারবক্সের সঙ্গে।