AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honda Forza: 8 অগস্ট ভারতে ফর্জ়া ম্যাক্সি স্কুটার নিয়ে আসছে হন্ডা, কেমন হতে পারে ফিচার ও স্পেসিফিকেশন?

Forza 125 And Forza 350: ভারতে নতুন স্কুটার নিয়ে আসছে হন্ডা। আর সেটি একটি ম্যাক্সি স্কুটার হতে চলেছে। মনে করা হচ্ছে, ইউরোপ-সহ বিশ্বের অন্যান্য প্রান্তে লঞ্চ হওয়া হন্ডা ফর্জ়া হতে পারে স্কুটারটি। যদিও তার কোন মডেল, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Honda Forza: 8 অগস্ট ভারতে ফর্জ়া ম্যাক্সি স্কুটার নিয়ে আসছে হন্ডা, কেমন হতে পারে ফিচার ও স্পেসিফিকেশন?
ইউরোপের পর এবার ভারতে আসছে হন্ডা ফর্জ়া।
| Edited By: | Updated on: Jul 25, 2022 | 6:09 PM
Share

হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) ভারতে একটি নতুন ম্যাক্সি স্কুটার (Maxi Scooter) নিয়ে আসছে। 8 অগস্ট লঞ্চ করতে চলেছে সেই হন্ডা ফর্জা (Honda Forza)। সম্প্রতি সংস্থাটি আসন্ন এই ম্যাক্সি স্কুটারটি টিজ় করেছে। হন্ডা ফর্জ়া ম্যাক্সি স্কুটারটিকে ‘দ্য ফরমিডেবল’ আখ্যা দিয়ে বলছে, খুব শীঘ্রই আসছে। তবে স্কুটারটির স্পেকস বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত জানায়নি হন্ডা। তবে জানা গিয়েছে, এই মডেলটি হন্ডা ফর্জ়া 350 হতে চলেছে, যা একটি আদ্যোপান্ত ম্যাক্সি স্কুটার। এখন এই জল্পনাই যদি সত্যি হয়, তাহলে দেশের হন্ডা বিগউইং ডিলারশিপ থেকে পাওয়া যাবে স্কুটারটি। প্রসঙ্গত, ফর্জ়া 125 এবং ফর্জ়া 350 ম্যাক্সি স্কুটার দুটি ইউরোপ-সহ বিশ্বের আরও বিভিন্ন বাছাই করা মার্কেটে বিক্রি হয়।

গ্লোবাল স্পেসিফিকেশনের ফর্জ়া 125 স্কুটারটিতে রয়েছে একটি 124cc ইঞ্জিন, যা 8.14bhp এবং 10.3Nm প্রোডিউস করতে পারে। অন্য দিকে ফর্জ়া 350 স্কুটারে রয়েছে একটি 329cc সিঙ্গেল-সিলিন্ডার, লিক্যুইড কুলড মোটর। এই মডেলটির পিক পাওয়ার 20.2PS এবং 31.5Nm টর্ক প্রোডিউস করতে পারে। সাসপেনশন ডিউটির দিক থেকে এই স্কুটারের সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবংরিয়ার প্যানেলে রয়েছে টুইন শক অ্যাবজ়র্বার। পাশাপাশি রয়েছে ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক।

ফর্জ়া 350 ম্যাক্সি স্কুটারটি অ্যাসেম্বল করা হয়েছে 15 ইঞ্চির ফ্রন্ট এবং 14 ইঞ্চির রিয়ার অ্যালয় হুইল দিয়ে। তার সঙ্গেই রয়েছে 120 এবং 140-সেকশন টিউবলেস টায়ার। দেওয়া হয়েছে ডুয়াল-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। এই মডেল লাইনআপের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে – স্ট্যান্ডার্ড এবং রোডসিঙ্ক। অন্য আর একটি মডেলে দেওয়া হয়েছে হন্ডার নিজস্ব রোডসিঙ্ক প্রযুক্তি, যার দ্বারা হন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম অ্যাক্সেস করা যাবে।

ফিচারের দিক থেকে হন্ডা ফর্জ়া 350 স্কুটারটিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যা প্লেস করা হয়েছে ট্যুইন-পড অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোলে। রয়েছে ফাংশন কি, গ্লোভ বক্সে USB চার্জিং সকেট, ইমারজেন্সি স্টপ সিগন্যাল (ESS), একটি ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, অল-LED লাইটিং সিস্টেম এবং একটি আন্ডারসিট স্টোরেজ স্পেস।

তবে এই মতুন হন্ডা স্কুটারের অন্যান্য ফিচারগুলি প্রকাশ্যে আসবে সামনের মাসে। এদের মধ্যে ফর্জ়া 350 যদি ভারতে লঞ্চ হয়, তাহলে তার সম্ভাব্য দাম হবে 3.7 লাখ টাকা (এক্স-শোরুম)। এর অর্থ হল স্কুটারটি BMW C 400 GT ম্যাক্সি স্কুটারের থেকে অনেকটাই কম, যার দাম এই মুহূর্তে 10.40 লাখ টাকা (এক্স-শোরুম)।