Honda Activa 125 Premium Edition: ভারতে এল হন্ডা অ্যাক্টিভার নতুন এডিশন, দাম শুরু হচ্ছে ৭৮,৭২৫ টাকা থেকে

Honda Latest Scooter In India: অত্যন্ত জনপ্রিয় স্কুটার হন্ডা ১২৫-এর একটি প্রিমিয়াম এডিশন লঞ্চ হল ভারতে। সেই নতুন স্কুটারের দাম-সহ ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নিন।

Honda Activa 125 Premium Edition: ভারতে এল হন্ডা অ্যাক্টিভার নতুন এডিশন, দাম শুরু হচ্ছে ৭৮,৭২৫ টাকা থেকে
অনবদ্য লুক ও দুরন্ত ফিচার্স
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 1:19 PM

মঙ্গলবার ভারতের বাজারে একটি স্কুটার লঞ্চ করল হন্ডা। প্রসঙ্গত, এই স্কুটার ভারতে অত্যন্ত জনপ্রিয়। এবার তারই একটি প্রিমিয়াম এডিশন হাজির হল। বুঝতে পারছেন কী সেই স্কুটার? হ্যাঁ, হন্ডা অ্যাক্টিভা। ৭ ডিসেম্বর ভারতে অফিসিয়ালি লঞ্চ করে গেল হন্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশন (Honda Activa 125 Premium Edition)।

এই লেটেস্ট স্কুটার নিয়ে আসা হয়েছে, দুটি ডুয়াল টোন কালার অপশনে – পার্ল অ্যামেজ়িং হোয়াইট তার সঙ্গে ম্যাটে ম্যাগনিফিশেন্ট কপার মেটালিক এবং ম্যাটে আর্ল সিলভার মেটালিক সহযোগে ম্যাটে স্টিল ব্ল্যাক। হন্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশনের ড্রাম অ্যালয় ভ্যারিয়েন্টের দাম ৭৮,৭২৫ টাকা এবং ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৮২,২৮০ টাকা (Honda Activa 125 Premium Edition Price In India)। এই দুই ভ্যারিয়েন্টের দাম এক্স-শোরুম দিল্লি।

হন্ডা অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশন স্পেসিফিকেশনস

হন্ডা মোটোরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের ডিরেক্টর ইয়াভিন্দর সিং গুলেরিয়া বলছেন, “লাখ-লাখ ভারতীয়ের সত্যিকারের সঙ্গী অ্যাক্টিভা, এ দেশে দু’চাকা গাড়ির কাস্টোমারদের সমস্ত চাহিদাই পূরণ করেছে। এই লেটেস্ট অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশনের মধ্যে দিয়ে আমরা গ্রাহকদের কাছে মার্জিত ও প্রিমিয়াম স্টাইল নিয়ে হাজির হয়েছি, যাতে একটি স্বতন্ত্র নকশা এবং একাধিক কালারের স্কিমও রয়েছে।”

এই কসমেটিক আপডেট বাদ দিয়ে প্রিমিয়াম এডিশনের বাদ বাকি সব ফিচার সাধারণ হন্ডা অ্যাক্টিভার সঙ্গে প্রায় একই রাখা হয়েছে। স্টাইলিং আপডেটের পাশাপাশি এই স্কুটারে ডুয়াল-টোন বডি কালার দেওয়া হয়েছে, যা ফ্রন্ট কভার থেকে সাইড প্যানেল সহযোগেই এক্সটেন্ড করা যেতে পারে। তবে এই লেটেস্ট স্কুটির সবথেকে আকর্ষণীয় পরিবর্তন হল, তার কালো রঙের ইঞ্জিন এবং সঙ্গে একটি কালো ফ্রন্ট সাসপেনশন।

স্কুটারের LED হেডল্যাম্পেও ডুয়াল টোন এফেক্ট যোগ করেছে কোম্পানি। বডি কালারড গ্র্যাব রেল এবং প্রিমিয়াম গ্রাফিক্স এই স্কুটিকে এ যাবৎ কালের অন্যান্য সাধারণ স্কুটির থেকে লুকে অসাধারাণ করেছে। পাশাপাশি আবার অ্যাক্টিভা ১২৫ এমবসিং টেল ল্যাম্পও রয়েছে এই লেটেস্ট প্রিমিয়াম এডিশনে।

হন্ডা মোটরসাইকেল ও স্কুটার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট ও সিইও লেটেস্ট এই স্কুটারটি নিয়ে বলছেন, “লঞ্চের পর থেকেই ভারতের মার্কেটে হন্ডা অ্যাক্টিভা নিজেকে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে। এই প্রিমিয়াম এডিশনের মধ্যে দিয়েও পণ্যের মানের পাশাপাশি নির্ভরযোগ্যতার ক্ষেত্রেও তার নেতৃত্ব অব্যাহত রেখেছে হন্ডা। এই নতুন অ্যাক্টিভা ১২৫ প্রিমিয়াম এডিশন তার প্রিমিয়াম ঝাঁ-চকচকে লুকে গ্রাহকদের আরও উত্তেজনা দিতে চলেছে।”

আরও পড়ুন: Maruti Suzuki Alto: মারুতি সুজুকির অল্টো মডেলের নতুন চেহারা আসতে চলেছে খুব তাড়াতাড়িই, ইতিমধ্যেই জাপানে লঞ্চ করেছে এই গাড়ি…

আরও পড়ুন: Car Prices Hike India: ইনপুট খরচ বেড়ে দ্বিগুণ, এবার গাড়ির দাম বাড়ানোর পথে টাটা মোটরস, হন্ডা, রেনো

আরও পড়ুন: Ola Electric Scooter: অবশেষে ভারতে ওলার ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হচ্ছে, জেনে নিন দিনক্ষণ